|
---|
নিজস্ব প্রতিবেদক, নতুন গতি, মেদিনীপুর: বরাবরই প্রথাগত শিক্ষা থেকে একটু আলাদাই দাঁড়িয়ে ভেবেছে সে, হয়তো সেজন্যই ক্রমশ একের পর এক সিঁড়ি ভাঙ্গা সম্ভব হয়েছে তার পক্ষে। যখন সিলেবাসে মুখিয়ে পড়ার বয়স ছিল তখন সে পড়তো রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, শাহাদত হাসান মন্টো কিংবা ঋত্বিক ঘটককে।কেশপুরের একটা সাধারণ মধ্যবিত্ত বাড়ি থেকে দাঁড়িয়েই চালিয়ে গেছে সংগ্রাম।পড়াশোনার পাশাপাশি চলছিল তার অভিনয় চর্চা। কোনরকম একাডেমিক ভাবে অভিনয় না শিখেও তার শর্ট ফিল্ম গুলো সাধারণ মানুষের নজর কাড়ার মতো।জঙ্গ, ক্ষুধা, দুঃসময়, I’m Mr.BK -র মত একাধিক শর্ট ফিল্মে অভিনয় করেছে সে।অভিনয় এর সাথে সাথে লেখালেখির চর্চাটাও চালিয়ে গেছে সমান্তরালভাবে। দিবস নামের একটি লিটিল ম্যাগাজিনের বর্তমান সম্পাদনাও করে সে।
গল্পটা অনেক পুরনো, প্রায় বছর চারেকের স্ট্রাগেল, প্রথমে থিয়েটার নাটক তারপর স্বল্পদৈর্ঘ্যের ছবি। টলিপাড়ার নানান সব স্টুডিওতে দিনভর দাঁড়িয়ে ফেরত আসার গল্প ভুরিভুরি আছে তার জীবনে। কেউ চেয়েছে টাকা কিংবা কেউ পাত্তাই দেয়নি এই মেদিনীপুরিয়ানকে। যাগ্গে তবে কোন ভাবেই হাল ছাড়েনি সে।সে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ইচ্ছাশক্তি থাকলে কিভাবে পরিস্থিতিকে হার মানানো যায়। এই প্রথম মেদিনীপুরের বুকে ওয়েব সিরিজের শুটিং করলো বিকাশ চক্রবর্তী। 2017 সালে পাভেল নির্দেশিত রসগোল্লার মূল নায়িকা অবন্তিকা বিশ্বাস কাজ করেছে তার প্রথম ওয়েব সিরিজ Room no.13 -এর মূল অভিনেত্রীর চরিত্রে। বিকাশ চক্রবর্তীর অভিনয়ও বেশ নজর কাড়ার মতোই। এটা রিলিজ হওয়ার আগেই ‘অজ্ঞাত’ নামের আর একটা হিন্দি ভাষার নতুন ওয়েব সিরিজের শুটিং শেষ করে ফেলেছে ইতিমধ্যে। মেদিনীপুরের বুকে দু-দুটো ওয়েবসিরিজ শুটিং হয়ে গেল।