বিজেপি বিধায়ক যোগেশ শুক্লার সরকারি ফ্ল্যাট থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার!

নিজস্ব সংবাদদাতা : বিজেপি বিধায়ক যোগেশ শুক্লার সরকারি ফ্ল্যাট থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ওই যুবক আত্মহত্যা করেছে বলে খবর। আজ, সোমবার তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জোর আলোড়ন পড়ে গিয়েছে। কারণ বিজেপি বিধায়কের সরকারি ফ্ল্যাট থেকে যুবকের দেহ উদ্ধার হওয়ায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়বে এটাই স্বাভাবিক। উত্তরপ্রদেশ রাজ্যের লখনৌয়ের হজরতগঞ্জ এলাকার নিউ স্থানীয় সূত্রে খবর, এই বিজেপি বিধায়কের নাম যোগেশ শুক্লা। আর যে যুবকটি আত্মঘাতী হয়েছেন তাঁর বয়স ৩০ বলে জানা যাচ্ছে। ওই যুবক আসলে বারাবাঁকি এলাকার বাসিন্দা। তিনি এই বিধায়কের হয়ে সোশ্যাল মিডিয়ায় কাজ করতেন। আর বিধায়কের সরকারি ফ্ল্যাট নম্বর ৮০৪ রুমে থাকতেন। হজরতগঞ্জের লালবাগে ১০ তলা আবাসনের ফ্ল্যাটে থাকতেন ওই ব্যক্তি। বিধায়কের সঙ্গে রোজই তাঁর কথা হতো বলে সবাই জানতে পেরেছে। তাহলে এমন কী ঘটল?‌ যে আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নিতে হল। এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। এই ঘটনায় লখনৌ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে।এটা খুন নাকি আত্মহত্যা?‌ বিধায়কের ফ্ল্যাট থেকে যুবকের দেহ উদ্ধারের পর এমন প্রশ্নই উঠতে শুরু করেছেন। যোগী রাজ্যের এই ঘটনা এখন চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছে। তবে এই বিষয়ে পুলিশের ডিসি সেন্ট্রাল অপর্ণা রজত কৌশিক জানান, ওই যুবক রবিবার মাঝরাতে আত্মহত্যা করেছেন। তাঁর প্রেমিকার সঙ্গে ঝগড়া হওয়ার পরই এমন নির্মম কাণ্ড করে বসেন ওই যুবক। যুবকের প্রেমিকা ওই ফ্ল্যাটের গেটের বাইরে দাঁড়িয়ে ছিলেন আত্মহত্যার সময়। এমনকী ওই যুবক আত্মঘাতী হওয়ার সময় ভিডিয়ো তৈরি করে রেখে গিয়েছেন। যেখানে তিনি প্রেমিকাকে ডাকছিলেন বলে শোনা যাচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।আর কী জানা যাচ্ছে?‌ এই ঘটনার কথা জানতে পেরে সেখানে পৌঁছয় পুলিশ। আর দেহটি উদ্ধার করা হয়। তবে পুলিশ কোনও সুইসাইড নোট পায়নি ওই ফ্ল্যাট থেকে। তবে ওই যুবক শ্রেষ্ঠ এবং তাঁর প্রেমিকার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। ঘরটি ফরেনসিক দল পরীক্ষা করছে। এই আবাসনে ৪০টি ফ্ল্যাট আছে। আর গোটা আবাসন ৩০টি সিসিটিভি দিয়ে মোড়া। তাই গতকাল রাতে ঠিক কী ঘটেছে?‌ সেটা জানতে প্রযুক্তির দলকে ডেকে পাঠানো হয়েছে। যাতে ওই সিসিটিভি ক্যামেরায় থাকা ফুটেজ জোগাড় করা যায়। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।