|
---|
নিজস্ব সংবাদদাতা : আন্তঃজেলা কবি সম্মেলন যৌথভাবে করল মরীচিকা ও শঙ্খমিতা সাহিত্য পত্রিকা। ৩ জুলাই, রবিবার সাহিত্যবন্ধু সোমনাথ নাগের ব্যাবস্থাপনায় ও অনুষ্ঠান সভাপতিত্বে বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমি অনুমোদিত শঙ্খমিতা ও মরীচিকা সাহিত্য পত্রিকার যৌথ উদ্যোগে আন্তঃজেলা কবি সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হল কলকাতার নলিনী গুহ সভা ঘরে। অনুষ্ঠানে বাংলার বিভিন্ন জেলা থেকে সংশ্লিষ্ট কবিদের সম্মাননা প্রদান করা হল। মরীচিকার পক্ষ থেকে ৫০ জন উদীয়মান কবিকে কলম সম্মাননা ২০২২ এবং শঙ্খমিতা পত্রিকার পক্ষ থেকে ৩৯ জন কবিকে লেখনী সম্মাননা ২০২২ প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমির চেয়ারম্যান সোমনাথ নাগ, ওই একাডেমির প্রধান উপদেষ্টা সঞ্জয় কুমার মুখোপাধ্যায়, পশ্চিমবঙ্গ দলিত সাহিত্য একাডেমির সভাপতি সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারী, সপ্তপদী কাব্যঘরানার উদ্ভাবক কবি চঞ্চল মাইতি, কবি অরুণ দেব রায়, কবি সত্যব্রত দাস অধিকারী, কবি শঙ্খদীপ জানা প্রমুখরা।
অনুষ্ঠানে সঙ্গীত, সাহিত্য আলোচনা, কবিতা পাঠে বর্ণাঢ্য রূপ নেয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বাচিক শিল্পী দেবীকা বন্দ্যোপাধ্যায়।