দোলে চেতনা, চেতনার বসন্তোৎসব মুর্শিদাবাদ জুড়ে

জৈদুল সেখ, নতুন গতি, মুর্শিদাবাদ : বাঙালির প্রিয় উৎসবের মধ্যে অন্যতম দোলপূর্ণিমা, বসন্তোৎসব বা হোলি উৎসব। দোলযাত্রা উৎসবের একটি ধর্মনিরপেক্ষ দিকও রয়েছে। এই দিন সকাল থেকেই নারীপুরুষ নির্বিশেষে আবির, গুলাল ও বিভিন্ন প্রকার রং নিয়ে খেলায় মত্ত হয়। শান্তিনিকেতনে বিশেষ নৃত্যগীতের মাধ্যমে বসন্তোৎসব পালনের রীতি রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল থেকেই চলে আসছে।

     

    কান্দিতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হলো বসন্ত উৎসব। রবিবার সকাল থেকেই কান্দির বিভিন্ন ক্লাব ও সংস্থার পক্ষ থেকে প্রভাত ফেরি, ডান্ডিয়া নৃত্য ও বসন্তের গানে মাতিয়ে তোলে কান্দি শহর। কান্দি শহরের বিভিন্ন জনবহুল এলাকায় নৃত্য পরিবেশন করেন সংস্থার কচি কাচারা। বোলপুরের অনুরুপ বসন্ত উৎসব পালন করা হয়। অন্যদিকে বড়ঞা ব্লকের পাঁচথুপিতে ও বসন্ত উৎসব পালন করা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে।

     

    জীবন্তির চেতনা শিক্ষা নিকেতনের পক্ষ থেকে আবৃত্তি, গান, নৃত্য যেমন খুশি সাজো, বসে আঁকো প্রতিযোগিতা ইত্যাদির মাধমে বসন্তোৎসব পালন করা হয়। চেতনার শিক্ষক রাহিবুল জানান করোনা বিধি মেনে শিক্ষার্থীদের এই উৎসবে সামিল করতে পেরেছি।

     

    দোলপূর্ণিমার প্রথম দিনেই মেতে উঠল বহরমপুর শহরবাসী , বিভিন্ন ক্লাব ও সংস্থার পক্ষ থেকে বসন্ত উৎসবে হোলিতে মেতে উঠল সকলে। রবিবার সকাল থেকেই রঙিন পোশাকে ছোট থেকে বড় প্রত্যেকে পাঠবিতানের আঙিনায় এসে হাজির হয়। শুরু হয় প্রভাতফেরির মধ্যে দিয়ে বসন্ত উৎসব, শান্তিনিকেতনের আদলে প্রতি বছরের মতো এবারও পাঠ বিতান বসন্ত উৎসবের আয়োজন করে। এদিন বসন্ত উৎসবের বিভিন্ন গানের সাথে রঙিন পোশাকে ও আবির মেখে শুরু হয় নিত্য অনুষ্ঠান। ছোট থেকে বড় প্রত্যেকেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

    বহরমপুরের শম্পা নৃত্য কলাকেন্দ্র। ছোট ছোট ছেলে মেয়েদের রঙীন পোষাক পড়িয়ে বসন্ত উৎসবের গানে তাল তাল মিলিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করে।

    তাছাড়াও মুর্শিদাবাদ শহর বসন্ত উৎসব কমিটির উদ্যোগে লালবাগ বান্ধব সমিতি ময়দানে গত ২৭ মার্চ থেকে শুরু হয়েছে ” বসন্ত উৎসব ২০২১। সেই উপলক্ষে গতকাল সন্ধ্যা থেকে শুরু হয়েছে স্থানীয় এবং বহিরাগত শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান।

     

    উল্লেখ্য বিধানসভা নির্বাচনের প্রথমদফা শেষ হয়েছে ইতিমধ্যেই দেখা গেল বিভিন্ন রঙের চাহিদা! তবে রাজনৈতিক রং ভুলে বাঙালির মনে প্রাণে উৎসবের চেতনা এখনো রয়েছে ভোটের মরসুমে সেটাই প্রমাণ করল।