|
---|
নজরুল মণ্ডল, বাঁকুড়া : বাঁকুড়া জেলার জয়পুরে বিশাল মিছিল বের করে যুব তৃণমূল কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদ। মিছিলে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি ইয়ামিন সেখ, যুব তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক বটব্যাল, তৃণমূল ছাত্র পরিষদ নেত্রী মাম্পী , ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য জাকির আলি খান, উত্তম চ্যাটার্জী সহ জয়পুর ব্লকের কয়েক হাজার মানুষ।
মিছিল বের হয় জয়পুর তৃণমূল কংগ্রেস পার্টি অফিস থেকে জয়পুর বাজার পরিক্রমন করে শেষ হয় জয়পুর কৃষক বাজারে, সেখানে একটি পথসভায় বক্তব্য রাখেন ইয়ামিন সেখ। তিনি বলেন কেন্দ্রীয় সরকার দিন দিন সাধারণ মানুষের কথা চিন্তা না করে মূল্য বৃদ্ধি করেই চলেছে যার কারনে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের।
এদিকে ভোট এলেই পরিকল্পনা করে দাঙ্গা লাগানোর চেষ্টা করে ধর্মে ধর্মে ভেদাভেদ সৃষ্টি করে এই কেন্দ্রের সরকার। বিজেপির এখন এজেন্ডা হয়েছে ধর্মীয় মেরুকরণ, রাজ্যেও বিজেপি সাংসদ ও বিধায়করা বিভিন্ন এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে উস্কানিমূলক কথা বর্তা ও ভুল তথ্য প্রচার করছেন আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা কড়া হাতে দমনের চেষ্টা করছেন, প্রশাসনের পক্ষ থেকেও বিশৃঙ্খলা রোধে কড়া ব্যবস্থা গ্রহণ করছে।
যুব তৃণমূল কংগ্রেসের জয়পুর ব্লক সভাপতি কৌশিক বটব্যাল বলেন, ৩৪ বছরে সিপিআইএম রাজ্য জুড়ে খুন ও সন্ত্রাসের মাধ্যমে সাধারণ মানুষের গণতন্ত্র কেড়ে নিয়েছিল। এমনকি বাদ যায় তার পরিবারও তিনি বলেন মিথ্যা কেসে তাদের জেলও খাটতে হয়েছে। সেই দুঃখ কষ্ট দুরে সরিয়ে এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলা নয় বদল চাই নীতি মেনে দল পরিচালনা হচ্ছে। যেখানে বিরোধী দলের নেতারা যা খুশি মন্তব্য করে চলেছে । আজ সাধারণ মানুষের বিশাল মিছিল বের হওয়া প্রমান করে রাজ্যে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের পাশে আছে।
উল্লেখ্য কেন্দ্রের বিরুদ্ধে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দিয়ে স্তব্ধ করে দিতে হবে যাতে বুঝতে পারে সাধারণ মানুষের গণতন্ত্র কেড়ে নিলে মানুষ তার যোগ্য জবাব দেবেই।