|
---|
নূর আহমেদ,মেমারি : ২৬ নভেম্বর পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত গন্তার চণ্ডীতলা সংলগ্ন রবি পানের সাত বছরের কন্যা , এই ছোট্ট শিশু থ্যালাসেমিয়া তে আক্রান্ত, জন্মের ছয় মাস পর ধরা পড়েছে এই মরনদায়ক রোগ ,এই সাত বছর ধরে রবি বাবু তার মেয়েকে কখনো রক্ত কিনে আবার কখনো ড্রোনার সংগ্রহ করে, রক্ত দিয়ে আসছেন, বর্তমানে রবি বাবু একজন ভ্যান চালক । এই ভ্যান চলিয়ে তিনি জীবিকা নির্বাহ করেন, খুব দরিদ্র পরিবারের একজন ব্যক্তি, তারমধ্যে রবি বাবু র পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেন বড়শুল কিশোর সংঘ এবং মেমারি প্রেসক্লাব, আজ সকাল দশটা নাগাদ রবি বাবুর বাড়িতে গিয়ে রবি বাবুর স্ত্রী পিয়াঙ্কা পান এর হাতে আগামী ছয় মাসের রক্তের কার্ড তুলে দেন । এবং আগামী কাল রবি বাবু উনার মেয়েকে নিয়ে বর্ধমান হসপিটালে চিকিৎসার জন্য রওনা দেবেন, এবং বর্ধমান মেডিক্যাল কলেজে চিকিৎসার যাতে কোন অসুবিধা না হয়, সে ব্যপারে লক্ষ রাখবে, আগামী দিনে এই থ্যালাসেমিয়া আক্রান্ত এই শিশুর কত টাকার মেডিসিন লাগে তার ও বহন যাতে করা যায় , সে ব্যপারে চিন্তা ভাবনা করছে মেমারি প্রেসক্লাব ও বড়শুল কিশোর সংঘ। যদিও রবি বাবুর স্ত্রী পিয়াঙ্কা পান বলেন আপাতত মেডিসিন সরকার থেকেই পাচ্ছেন। মেমারি প্রেস ক্লাব ও বরশুল কিশোর সংঘ শুধু আজ নয় একাধিক বার সামাজিক কাজে ও দরিদ্র পরিবারে পাশে থেকে খবরের শিরোনামে উঠে আসে মেমারি প্রেসক্লাব ও বড়শুল কিশোর সংঘ, উপস্থিত ছিলেন বড়শুল কিশোর সংঘ এর সম্পাদক পার্থ ঘোষ, মেমারি প্রেসক্লাবের সম্পাদক আনোয়ার আলী এবং সদস্য সঞ্জয় ব্যানার্জী।