|
---|
নিজস্ব সংবাদদাতা : গ্রামীণ হাওড়া উদং-তুলসীবেড়িয়া রোড। ফতেপুর নদীবাঁধ থেকে তুলসীবেড়িয়া পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার রাস্তা। প্রতিদিন এই রাস্তা দিয়েই চলাচল করেন হাজার হাজার মানুষ। কয়েক বছর আগে ইঁটের পরিবর্তে পিচের রাস্তা হয়। অভিযোগ, সেই রাস্তার উপরই বিপজ্জনকভাবে রয়েছে বেশ কয়েকটি ইলেকট্রিক পোস্ট। এতে বিদ্যুৎ সংযোগ থাকায় বড় ধরনের বিপদের সম্ভাবনা করছেন পথ চলতি মানুষ ও গাড়ির চালকেরা৷
স্থানীয়দের অভিযোগ, একাধিকবার প্রশাসনকে এই বিষয়ে জানানো হলেও, কোনো সুরাহা মেলেনি। একটি নয়, এরকম বিপজ্জনকভাবে বেশ কয়েকটি পোস্ট রয়েছে উদং-তুলসীবেড়িয়া রোডে। এই রাস্তা দিয়েই নিত্যদিন কয়েক হাজার সাইকেল, বাইক, টোটো চলাচল করে। রাস্তার মাঝে এভাবে ইলেকট্রিক পোস্ট থাকায় মাঝে মধ্যেই ছোটোখাটো দুর্ঘটনা লেগে রয়েছে বলে স্থানীয়দের দাবি।আরও একজন গ্রামবাসী জানান, উদং বাজার, উদং দোকানগোড়া সহ একাধিক জায়গায় রাস্তার প্রায় মাঝে ইলেকট্রিক পোস্ট রয়েছে৷ এর ফলে ছোটোখাটো দুর্ঘটনা লেগেই রয়েছে। তাঁর কথায়, এই বিষয়ে একাধিকবার বিভিন্ন জায়গায় জানানো হলেও কোনো সুরাহা মিলেনি।এমনকী প্রশাসনের পক্ষ থেকে কোনও আশ্বাসও মেলেনি কবে এই সমস্যার সমাধান হবে৷প্রসঙ্গত, পথ নিরাপত্তার উপর ব্যাপকভাবে জোর দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচিতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সচেতনতামূলক উদ্যোগও নিয়মিত গ্রহণ করা হচ্ছে। তাতে রাজ্যে অনেকটাই কমেছে দুর্ঘটনা৷ এখন দেখার, কবে পথ নিরাপত্তার স্বার্থে এই বিপজ্জনক পোস্টটি সরানোর উদ্যোগ নেয় প্রশাসন। এই ঘটনায় হাওড়া জেলা পরিষদের সহকারি সভাধিপতি অজয় ভট্টাচার্যের সাথে যোগাযোগ করা হলে, তিনি বিষয়টি খোঁজ নেবেন বলে জানান।