তিনে তিন! আবির উৎসবে মাতল কেশপুর

নতুন গতি ,কেশপুর: ভবানীপুরে জয়ের হ্যাট্রিক মমতা বন্দ্যোপাধ্যায়ের। রেকর্ড ৫৮৮৩২ ভোটে জয়ী হলেন তিনি। অন্য দুটো কেন্দ্রেও জয়ের হ্যাট্রিক হয়। সকাল থেকেই ট্রেন্ড সামনে আসতেই গোটা রাজ্যের সঙ্গে আবির খেলায় মেতে উঠলো কেশপুরও। জয়ের ট্রেন্ড আসার সঙ্গে সঙ্গেই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা আবির খেলায় মেতে উঠে। নিজেরা একে অপরকে মিষ্টিমুখ করান।


    কেশপুরের মুগবসানে তৃণমূল কংগ্রেসের প্রচুর কর্মী সমর্থক আবির খেলায় মেতে ওঠে। অন্যদিকে কেশপুরের ১নং অঞ্চলে বিজয় উৎসবে সামিল হন ব্লক সংখ্যালঘু সভাপতি শেখ হাবিবুর রহমান, ১নং অঞ্চল সভাপতি নারায়ণ মন্ডল সহ অন্যান্যরা। কেশপুর বাজার, জগন্নাথপুর, সহ বিভিন্ন এলাকায় কর্মীরা আনন্দে মেতে উঠে। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তাদের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ২০২৪ এ ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় বলে জানান। কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠি বলেন, এই জয় গণতন্ত্রের জয়। গণতন্ত্র প্রিয় শান্তিকামী মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে।