|
---|
শিলিগুড়ি: শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসের দল নির্বাচন নিয়ে জলঘোলা চলছেই।এবারে শিলিগুড়ির বেশ কয়েকটি ওয়ার্ড নিয়ে চুড়ান্ত সমস্যা তৈরী হচ্ছে বলে খবর পাওয়া গেছে।জানা গেছে শেষমেশ কিছু পরিবর্তন করলেও করতে পারেন তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব।তবে কাকে প্রার্থী করলে অসন্তোষ কমতে পারে সেটা নিয়েও আশঙ্কায় তৃণমূল কংগ্রেস।
আজ তড়িঘড়ি করে পাপিয়া ঘোষকে কলকাতায় ডেকে নিয়ে আসা হয়েছে চুড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেবার জন্য।এব্যাপারে জেলা সভাপতি পাপিয়া ঘোষের সাথে শিলিগুড়ি পুরসভার চেয়ারম্যান গৌতম দেবের মতপার্থক্য প্রায় প্রকাশ্যে এসে গেছে।দুজনের মধ্যে মতের মিল হচ্ছে না বলে জানা গেছে,যদিও দুজনে এই ব্যাপারটি মেনে নিতে চাইছেন না,তবুও একটা সমস্যা তৈরী হচ্ছে বলে খবরে প্রকাশ।এখন যতক্ষন না পযর্ন্ত প্রার্থীর নাম ঘোষনা হচ্ছে ততক্ষন পর্যন্ত চলবে এই হাহুতাশ।পুরসভা নির্বাচনেরনের আগে তৃণমূলের অন্দরে চলছে এক তোলপাড় করা অবস্থা কে প্রার্থী হচ্ছেন?কে দাড়াচ্ছেন?তাহলে আমাদের কি হবে?।এখন যদি প্রার্থী ঘোষনা করা হয় তবে আনেকেই সরে যাবেন দল থেকে.তখনই বিকল্প ব্যাবস্থা ঠিক কি নেওয়া হবে এটা ভেবেই অস্থির হচ্ছেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের শীর্ষ কর্তারা।এখন তাদের কাছে অপেক্ষা করা ছাড়া আর কোন উপায় নেই বলে মনে করছে রাজনৈতিক মহল।