রাজ্যসভায় অকংগ্রেসি বিরোধী ঐক্যের নিদর্শন তুলে ধরল তৃণমূল কংগ্রেস

নতুন গতি নিউজ ডেস্ক: রাজ্যসভায় অকংগ্রেসি বিরোধী ঐক্যের নিদর্শন তুলে ধরল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের নেতৃত্বেই মোট ন’টি বিরোধী দল – তৃণমূল, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি, এনসিপি, বাম, ডিএমকে, আরজেডি ও শিব সেনা – ইউক্রেন ফেরত পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণে একটি প্রস্তাব জমা দিয়েছে। তাতে কংগ্রেসের বহু জোটসঙ্গী সই করলেও কংগ্রেসের কোনও সাংসদের সই নেই।

    উল্লেখ্য, যারা সই করেছেন তাদের মধ্যে ডিমএমকে, এনসিপি, শিব সেনা সরাসরি কংগ্রেসের সঙ্গে জোটে আছে।

    কংগ্রেস সূত্রের খবর, এনিয়ে তাদের সঙ্গে যোগাযোগই করেনি তৃণমূল। অর্থাৎ সচেতনভাবেই কংগ্রেসকে বাদ দিয়ে বাকি বিরোধী দলকে একত্রিত করার চেষ্টা করেছে তৃণমূল।