|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: উদ্বেগ বাড়িয়ে রাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ১৪ হাজার পার করল। রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে একদিনে করোনায় ১৪ হাজার ২২জন আক্রান্ত হয়েছেন। রাজ্যে এই সময় পর্বে করোনায় ১৭জনের মৃত্যু হয়েছে । শুধু কলকাতাতেই একদিনে করোনা আক্রান্ত ৬ হাজার ১৭০। শুধু কলকাতাতেই একদিনে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে।
গতকাল রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৯,০৭৩ জন। আজ সবমিলিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৬,৭৮,৩৩২। এই সময় পর্বে রাজ্যে করোনামুক্ত হয়েছেন, ৬৪৩৮ জন। সরকারি হিসেবে আজ রাজ্যে করোনায় অ্যাক্টিভ কেস ৭৫৬৭ জন। আজ সুস্থতার হার, ৯৬.৮৫ শতাংশ।