রাজ্য সরকারের উদ্যোগে ঝাড়গ্রামে ৩২ একর জমির উপর পর্যটনকেন্দ্র

বাইজিদ মন্ডল : পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা থেকে প্রায় ১৫০ কিমি গেলেই একটা নতুন জেলা ঝাড়গ্রাম, ঐ জেলার সাঁকরাইল থানার অন্তর্গত দুরং ও সুবর্ণ রেখার মাঝখানে নদীতে ঘেরা এই ব- দ্বীপ রয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে সেখানে প্রায় ৩২ একর জমির উপরে গড়ে তোলা হয়েছে একটা সুন্দর মনোরম পরিবেশে ঐতিহ্য মানের পর্যটনকেন্দ্র। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে ঐ পর্যটনের মধ্যে প্রায় ৯লক্ষ্য টাকা ব্যয়ে মাটির সৃষ্টি প্রকল্প,সৌরশক্তি পরিচালিত নিম্ন ক্ষমতা সম্পূর্ণ নলকূপ স্থাপন করা হয়,পাশাপাশি মুক্ত মঞ্চ,ও বিভিন্ন প্রজাতির ফলের ও দর্শনীয় প্রযুক্তির গাছ রোপণ করা হয়েছে খুব সুন্দর মনোরম পরিবেশ।এই পর্যটন কেন্দ্রে প্রায় তিন শতাধিক এর বেশি সর্বসাধারণ মানুষের জন্য কর্মস্থান হবে এমনটা আশ্বাস দেন এই পর্যটনকেন্দ্র প্রকল্পের পুনরুদ্ধার কারক, সাঁকরাইল ব্লকের বিডিও রথীন বিশ্বাস ও অফিসার সৌরভ চ্যাটার্জি। পর্যটনদের সুবিধার্তে এখানে থাকার জন্য বিলাস বহুল ঝাহ চকচকে বাড়ি নির্মাণ এর কাজ সম্পূর্ণ করা হয়। জানা যায় ঐ এলাকায় আদিবাসী সম্প্রদায়ের মানুষের বসবাস করেন। এই পর্যটনকেন্দ্র গড়ে তোলার জন্য স্থানীয় এলাকাবাসী খুব খুশি হয়।