|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: গত বছর ৫ ই জুন কান্দি প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে মুর্শিদাবাদ জেলার কান্দি-বহরমপুর রাজ্য সড়কের রাস্তার দুই পাড়ে কান্দী থেকে জীবন্তি পর্যন্ত প্রায় দশ হাজারেরও বেশি চারাগাছ লাগিয়েছিলেন। কেবলমাত্র এই শিশু বৃক্ষরোপণ নয়, চারাগাছ গুলোর বড়ো করে তোলার জন্য নির্দিষ্ট পরিকল্পনা করা হয়েছিল। আজ এক তার বছর পূর্ণতা পেয়েছে।
গাছগুলো আজ অনেকটাই বেড়ে উঠেছে। তাই কান্দী প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির যৌথ্য উদ্যোগে মুর্শিদাবাদ জেলায় এই প্রথম পালিত হলো বৃক্ষরোপণ জন্মদিন পালন।
আর আজ জন্মদিন পালনের মধ্য দিয়ে আরো একশো টি নতুন বৃক্ষরোপণ করা হলো। এই উদ্যোগ যে সারা বাংলাকে পথ দেখাবে সেটাই মনে করছে এলাকার পরিবেশ প্রেমিকেরা।
এই মহতী উদ্যোগে উপস্থিত ছিলেন প্রধান উদ্যোক্তা কান্দি বিডিও নীলাঞ্জন মন্ডল, আই সি সুভাষচন্দ্র ঘোষ, যদিও গতবারের আই সি অরূপ কুমার রায় অন্য থানার থাকায় উপস্থিত না থেকেও শুভেচ্ছা জানিয়েছেন এবং উপস্থিত ছিলেন কান্দী পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রার্থ প্রতীম সরকার প্রমুখ্য।