করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন ফলতার তৃণমূল কংগ্রেস বিধায়ক তমোনাশ ঘোষ

নতুন গতি ওয়েব ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন ফলতার তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ তমোনাশ ঘোষ। একমাসেরও বেশী তিনি চিকিৎসাধীন ছিলেন । আজ সকালে বাইপাসধারের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। করোনা আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গে এই প্রথম কোনও বিধায়কের মৃত্যু হল।

    তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই দলে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ আন্দোলনের সঙ্গী এবং ১৯৯৮ থেকে দলের কোষাধ্যক্ষ ছিলেন তিনি। দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। ২০০১-এ সেই আসনে তৃণমূলের টিকিটে জয়লাভ করেন । তারপর থেকে টানা চারবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি।
    এছাড়াও তিনি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান ছিলেন। সেই কাজেই তিনি দুর্গাপুর গিয়েছিলেন। সেখানে অসুস্থ হলে কলকাতা ফিরে এসে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়। ২২মে তাঁর করোনা পজিটিভের রিপোর্ট আসে। শুরু থেকেই তীব্র শ্বাসকষ্ট ছিলো। তাই তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। দীর্ঘদিন ভেন্টিলেশনে রাখার ফলে গলায় সংক্রমণ ঘটে । দীর্ঘ চিকিৎসা হয়। তবুও শেষ রক্ষা হলো না।

    মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ আন্দোলনের সঙ্গী তমোনাশের মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করে লিখেছেন- খুব খুব দুঃখিত। ফলতার তিন বারের বিধায়ক ও ১৯৯৮থেকে আমাদের দলের কোষাধ্যক্ষ আমাদের ছেড়ে চলে গেলেন। ৩৫ বছর আমাদের সঙ্গে তিনি ছিলেন। সাধারণ মানুষ ও দলের প্রতি তিনি নিষ্ঠাবান তিনি ছিলেন। সামাজিক নানা কাজে তাঁর অবদান উল্লেখযোগ্য। তাঁর পরিবার ও আত্মীয় স্বজনের প্রতি সমবেদনা জানিয়েছেন।

     

    তমোনাশ ঘোষের দুই মেয়েও করোনা আক্রান্ত ছিল। তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।তমোনাশ বাবুর মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীরাও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।