হুগলির চুঁচুড়ায়  বেআইনিভাবে পুকুর ভরাট রুখতে তৎপর হলেন তৃণমূল বিধায়ক

নিজস্ব সংবাদদাতা : হুগলির চুঁচুড়ায়  বেআইনিভাবে পুকুর ভরাট রুখতে তৎপর হলেন তৃণমূল বিধায়ক । লোক লাগিয়ে শুরু হল পুকুরের বোজানো অংশ খোঁড়ার কাজ। অবিলম্বে পুলিশ ব্যবস্থা না নিলে রাস্তায় নেমে আন্দোলনের হুঁশিয়ারিও দিলেন শাসক দলের বিধায়ক। পুকুর ভরাটের প্রণামী না পৌঁছনোয় বিধায়কের অভিযান, গোটাটাই আইওয়াশ, কটাক্ষ বিজেপির (BJP।দিনের পর দিন পুকুরে ফেলা হয়েছে আবর্জনা। পুকুরের অর্ধেক জুড়ে আবর্জনার স্তূপ। অভিযোগ, হুগলি-চুঁচুড়া পুরসভার ২৯নং ওয়ার্ডে এভাবেই বেআইনিভাবে পুকুর ভরাট করছে কয়েকজন সমাজবিরোধী। হুগলি-চুঁচুড়া পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোমা দাস বলেন, “দীর্ঘদিন ধরে এই পুকুর বোজোনার কাজ চলছে। বাইক নিয়ে মাঝে মধ্যে বহিরাগতরা আসে চক্কর দেয়। ভয়ে কেউ কিছু বলতে পারি না। কয়েকদিন ধরে রাবিশ ফেলা হয় পুকুরে।’’1

     

    অভিযোগ কানে আসতেই তৎপর হলেন এলাকার তৃণমূল বিধায়ক। সরেজমিনে খতিয়ে দেখতে সটান হাজির হলেন ঘটনাস্থলে। পুকুর ভরাট আটকাতে পুলিশ তৎপর না হলে দিলেন রাস্তায় নেমে আন্দোলনের হুঁশিয়ারি! চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, “সমাজ বিরোধীরা এসব করছে। পুলিশ প্রশাসনকে অভিযোগ জানাব। প্রয়োজনে জেসিবি দিয়ে পুকুর খনন করা হবে। গুন্ডা মস্তানকে ভয় পাবেন না এলাকার মানুষকে বলব।শহরকে বাঁচাতে চাই। জলাশয় বুজিয়ে পরিবেশ নষ্ট করতে দেব না। এতে আমার দলের লোক কেন আমার বাবা থাকলেও ব্যবস্থা নেব।’’

     

    তৃণমূল বিধায়কের হুঁশিয়ারির পরই পুকুরের বোজানো এলাকা খোড়ার কাজ শুরু হয়েছে। পুকুর ভরাট রোধে রং না দেখে পদক্ষেপের আশ্বাস তৃণমূল বিধায়কের। পুকুর ভরাটের প্রণামী না পৌঁছনোয় বিধায়কের অভিযান নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। হুগলি সাংগঠনিক জেলার বিজেপি সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, “সকাল বেলায় অনেকে শরীর সুস্থ রাখতে দৌড়য় আর চুঁচুড়ার বিধায়ক পুকুর ভরাট রুখতে দৌড়ন। তৃণমূলেরই তো সব এলাকায় জন প্রতিনিধি রয়েছে। তাহলে কি বুঝতে হবে তারাই মদত দিচ্ছে পুকুর ভরাটে। আসলে যে পুকুর ভরাটের প্রণামী বিধায়কের কাছে যায় না সেখানে উনি রুখতে ছোটেন। আর প্রণামী পৌঁছে গেলে যেকে সেই।’’ দ্রুত পুকুর বোজানোর চেষ্টা আটকে প্রয়োজনীয় পদক্ষেপ নিক প্রশাসন, দাবি এলাকার বাসিন্দাদের।