তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মানব বন্ধন কর্মসূচি রামপুরহাটে

ওয়াসিম আলী ভিক্টর,নতুন গতি, রামপুরহাট:-আমরা শান্তির তীর্থ ভূমি,বাংলার মানুষ। আমরা সবাই ভাই ভাই।আমরা সবাই ভারতীয় বঙ্গভাষী।আমরা ঐক্যবদ্ধ বাঙালি জাতি। ইংরেজদের তাড়ানোর জন্য ১৭৫৭ সালে বাংলার মাটি খুনে লাল হয় পলাশীর প্রান্তরে।১৮৫৭ সালে ইংরেজদের বিরুদ্ধে বিপ্লবী ঝড় বাংলা থেকেই উঠেছিল।তৎকালীন সর্বভারতীয় কংগ্রেসের জাতীয় সভাপতি হন এই বাংলার বীর সন্তান চিত্তরঞ্জন, নেতাজি সুভাষচন্দ্র বসু। বাঁশের কেল্লা বানিয়ে ইংরেজদের বেদম পিটুনি দেওয়া শুরু করে এই বাংলার তিতুমীর মির নিশার আলী। রবি ঠাকুর অখন্ড বাংলা বজায় রাখতে “রাখীবন্ধন” শুরু করেন, আজ তিনি বেঁচে থাকলে নিশ্চয়ই কিছু করতেন……

    “তোমার আসন শূন্য আজি,
    হে বীর পূর্ন করো।”
    তখন ছিল ইংরেজ এবার হবে বি.জে.পি।
    পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশে অসাংবিধানিক CAA, NPR ও NCR এর বিরুদ্ধে রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মানব বন্ধন কর্মসূচি রামপুরহাট কামারপট্টি মোড়ে।