|
---|
শিলিগুড়ি: সকালেই মোবাইল চুরির চেষ্টা ধৃত দুজন কলেজ পড়ুয়া।সকাল বেলাতে ব্যক্তিগত কাজে ব্যাংকে যাচ্ছিলেন এক ভদ্রমহিলা।শিলিগুড়ির বাঘাযতীন পার্কের কাছে দুই কলেজপড়ুয়া কিশোর ওই ভদ্রমহিলার মোবাইল ছিনিয়ে নিয়ে পালাবার চেষ্টা করে।ওই ভদ্রমহিলা চিৎকার করে লোকজনকে জানাতে থাকলে ওই দুই কিশোর ছিনতাই করা মোবাইলটি একটি ফ্ল্যাটের সামনে রেখে পালিয়ে যায়। ভদ্রমহিলার চিৎকার শুনে আশেপাশের মানুষ দৌড়ে গিয়ে ওই দুই কিশোরকে ধরতে চেষ্টা করলেও ওই দুই কিশোর একটি ষ্কুটি করে পালিয়ে যায়।
এলাকার মানুষ জানিয়েছেন এলাকাতে বেশ কিছু কলেজ পড়ুয়া ছাত্রের উপদ্রব বেড়েছে বেশ কিছুদিন থেকেই।তারা কোন কিছু বোঝার আগেই ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে মোবাইল এবং টাকা।তাদের অভিযোগ এলাকায় মেয়রের বাড়ি থাকলেও স্থানীয় প্রশাসনের কোন উদ্যেগ নেই।দিনের পর দিন এই ছিনতাই বেড়ে যাওয়ায় উদ্বেগ স্থানীয় মানুষের বেড়েছে অনেকটাই।জানা গেছে এইসব কলেজ পড়ুয়ারা মোবাইল এবং টাকা ছিনতাই করে নিজেদের নেশার সামগ্রীর টাকা যোগার করে।পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে।