বীরভূমের দুবরাজপুরে সড়ক দুর্ঘটনায় মৃত দুই যুবক

বীরভূমের দুবরাজপুরে সড়ক দুর্ঘটনায় মৃত দুই যুবক

     

     

    খান আরশাদ, বীরভূম :- বীরভূমের দুবরাজপুরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল রাজনগরের কুশমাশোল গ্রামের দুই যুবকের। জানা গেছে মঙ্গলবার বিকেল নাগাদ রাজনগর ব্লকের চন্দ্রপুর থানার অন্তর্গত কুশমাশোল গ্রামের দুই যুবক সঞ্জয় দাস (২০) ও ঝন্টু দাস(১৯) বাইকে করে ১৪ নম্বর জাতীয় সড়ক ধরে হেতমপুরের দিক থেকে দুবরাজপুরের দিকে যাচ্ছিলো। নিরাময় মোড় সংলগ্ন রাস্তার মাঝামাঝি আসতেই অপর দিক থেকে আসা একটি পাথর বোঝাই ডাম্পারের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতরভাবে জখম হয় ওই দুই যুবক। ঘটনাস্থলে পৌঁছায় দুবরাজপুর থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় ওই দুই যুবককে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। ঘাতক ডাম্পারটিকে দুবরাজপুর থানার পুলিশ আটক করেছে। ডাম্পারটির চালক ও খালাসি পলাতক।