মাটিগাড়ায় নাবালিকার পরিচয় প্রকাশ করে ভিডিয়ো ভাইরাল শ্রীঘরে দুই ইউটিউবার

নিজস্ব সংবাদদাতা : মৃত নাবালিকার পরিচয় প্রকাশ করে ভিডিয়ো ভাইরাল করার অভিযোগে শ্রীঘরে দুই ইউটিউবার। মাটিগাড়ায় সম্প্রতি খুন হয় এক স্কুল পড়ুয়া নাবালিকা। তাকে ধর্ষণের অভিযোগও শোনা গিয়েছিল। অভিযোগ, তার যাবতীয় পরিচয় ব্যাবহার করে ভিডিয়ো বানিয়ে ইউটিউবে ছেড়ে দেয় দুই ইউটিউবার। মুহূর্তে ভাইরাল হয় সেই ভিডিয়ো। বিষয়টি নজরে আসে নারী শক্তি নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের। তারা অভিযোগ দায়ের করে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায়। তাদের অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে পুলিশ। শুরু হয় তদন্ত। অবশেষে মঙ্গলবার রাতে আশিঘর এলাকা থেকে এই দুই যুবককে গ্রেফতার করা হয়। বুধবার তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠালে তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।নারী শক্তি সংগঠনের সম্পাদিকা প্রতিমা যোশী বলেন, “গত সোমবার বিষয়টি আমাদের নজরে আসে। এরপর আমরা বিষয়টি পুলিশের নজরে আনি। পুলিশ ওই যুবকদের গ্রেফতার করে পকসো আইনে মামলা রুজু করেছে।” প্রসঙ্গত, ২১ অগস্ট মাটিগাড়ায় জঙ্গলের ভিতর এতটি পরিত্যক্ত ঘর থেকে নাবালিকার ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার হয়। ঘটনায় মদ্যপ অবস্থায় থাকা এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ধর্ষণে বাধা দেওয়ার কারণেই খুনের একটি তত্ত্ব উঠে আসতে থাকে। এই ঘটনাতেই নির্যাতিতের ভিডিয়ো ছবি, পরিচয় প্রকাশ করে দেয় দুই ইউটিউবার। তাঁদেরই এবার ধরল পুলিশ।