|
---|
দেবজিৎ মুখার্জি: “শীঘ্রই জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন আনবে কেন্দ্র” রায়পুরের ন্যাশানাল ইনস্টিউট অফ বায়োটেক স্ট্রেস ম্যানেজমেন্টে ‘গরিব কল্যাণ সম্মেলনে’ অংশগ্রহণ করে এমনই কথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল।
তিনি বললেন “চিন্তা করবেন না, আইন শীঘ্রই আনা হবে। অন্য বড় সিদ্ধান্তগুলি যখন নেওয়া হয়েছে, তখন এই সিদ্ধান্তও নেওয়া হবে।”
এদিন ছত্রিশগড় সরকারকে নিশানা করে তিনি বলেন “জল জীবন মিশনে রাজ্যে ২৩ শতাংশ কাজ হয়েছে। সেখানে জাতীয় পর্যায়ে ইতিমধ্যে ৫০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে। এই রাজ্যে জলের উৎসের অভাব নেই। কিন্তু প্রকল্পের সঠিক দেখভাল হচ্ছে না বলেই লক্ষ্যপূরণ হচ্ছে না।”