|
---|
নিজস্ব সংবাদদাতা :টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ঘটলো নজিরবিহীন ঘটনা। ১০ রান করে অলআউট হয়ে গেল বৃটেনের আইল অফ ম্যান দল। স্পেনের বিরুদ্ধে ষষ্ঠ তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছিল তারা। মাত্র ৮.৪ ওভার এর মধ্যে ১০ রানে অলআউট হয়ে যায় তারা। প্রসঙ্গত এই ঘটনা একেবারেই বিরল ঘটনা। এরকম ঘটনা আগে হয়নি। ১১জন ব্যাটসম্যানের মধ্যে সাতজন ব্যাটসম্যান খাতায় খুলতে পারেননি। অর্থাৎ শূন্য রানে আউট হয়ে যান তারা। অপরদিকে প্রয়োজনীয় রান দুই বলের মধ্যে তুলে নেয় স্পেন। স্পেনের ওপেনিং ব্যাটসম্যান পর পর দুই বলে দুটি ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে দেয়।