উস্থি তে সম্প্রীতি সভা ও বাংলা অনুদিত কোরআন বিতরণ।

সংবাদদাতা : মগরাহাট-১ এর উস্থি তে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য এক সম্প্রীতি সভা। সম্প্রীতি মঞ্চ পরিচালিত এলাকার সমস্ত ধর্ম সম্প্রদায়ের প্রায় হাজার খানেক বিশিষ্ট নাগরিক, ছাত্র ছাত্রী ও ব্যবসায়ী প্রমুখ শান্তি প্রিয় ও সম্প্রীতি অনুরাগী শ্রোতা জনের এই ঐতিহাসিক সমাবেশে বক্তব্য রাখেন সভার প্রধান অতিথি হিসেবে আগত অধ্যাপক ড. কার্তিক চন্দ্র প্রামানিক, অধ্যাপক সনত কুমার পুরকাইত, অধ্যাপক আলি মুর্শেদ মোল্লা, অধ্যাপক আমিনুদ্দিন সেখ,শিক্ষক দেবাশীষ চৌধুরী, সোমা চন্দ, নীপা বসু, রীতা ভট্টাচার্য, তিলক বিহারি মন্ডল, মাওলানা এ এফ এম খালিদ, পশ্চিমবঙগ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের প্রাক্তন সাধারণ রাজ্য সম্পাদক এবং উলামা বোর্ডের সম্পাদক মহ. রাকিব হক, পুরোহিত আনন্দ মোহন ভট্টাচার্য, পুরোহিত মন্টু চক্রবর্তী, বঙগ টিভির দীপক বেপারী, প্রমুখ শিক্ষাব্রতী ও সমাজসেবীগণ। সভার উদ্বোধনী সংগীত পরিবেশন করেন ফিরোজ আহমেদ ও আবৃত্তি করেন সায়নী ঘোষ, সিরিয়া সুলতানাও রিজওয়ান আরেফিন।আল কোরআান একাডেমি, লন্ডন ও আমানত ফাউন্ডেশন এর পক্ষে জাতি- ধর্ম – ব্ণ নির্বিশেষে সাধারণ মানুষের হাতে অনূদিত কোরআন তুলে দেওয়ার অঙ্গিকার করা হয়।সভার সমস্ত বক্তৃতাই সমস্ত মানুষের মধ্যে ভাতৃত্ব, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন অটুট রাখার আহবান জানান ও বিভেদকামী শক্তির বিরুদ্ধে একজোটে লড়াই করার শফত নেন। তিন শতাধিক কোরআন বিতরণ করা হয় উপস্থিত মানুষ জনের মধ্যে। ঐতিহাসিক এই সভা সঞ্চালনা ও সভাপতিত্ব করেন যথাক্রমে শিক্ষারত্ন আবুল হাসেম লস্কর ও অধ্যাপক ডক্টর জাহান আলি পুরকাইত।