আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষ্যে লালগড় কলেজে তিন দিনের নানা কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা,লালগড়, ঝাড়গ্রাম….. সম্প্রতি : আজাদি কা অমৃত মহোৎসব, সেবা সুশাসন গরীব কল্যাণের ৯ বছর, মিশন লাইফ এবং ডিজিটাল ইন্ডিয়ার সাফল্যকে সামনে রেখে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশনের মেদিনীপুর ফিল্ড অফিসের উদ্যোগে সমন্বিত যোগাযোগ এবং আউটরিচ প্রোগ্রাম (ICOP) অনুষ্ঠিত হলো ঝাড়গ্রাম জেলার লালগড় সরকারী ডিগ্রী কলেজে।১৫ ই আগস্ট থেকে ১৭ ই আগষ্ট পর্যন্ত চলা এই অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এন এস এস বিভাগ ও লালগড় কলেজ।

    ১৫ই আগস্ট সকালে মেদিনীপুরের এফপিও সুদীপ্ত বিশ্বাস এবং লালগড় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ্বেশ্বর চক্রবর্তী কর্তৃক জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সূচনা হয়। প্রায় ২০০ এন এস এস স্বেচ্ছাসেবক মাঠে “মেরি মাটি মেরা দেশ” শ্লোগানকে সামনে রেখে শপথ গ্রহণ করেন এবং চারাগাছ রোপণ কর্মসূচিতে অংশ নেন।পরে তাঁরা গ্রামবাসীদের চারা বিতরণের জন্য দত্তক নেওয়া গ্রাম শঙ্খখুলিয়ায় যান।এনএসএসের স্বেচ্ছাসেবকদের দ্বারা একটি সংক্ষিপ্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়।

    দ্বিতীয় দিনের অধিবেশনের উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সুশান্ত কুমার চক্রবর্তী। এদিনের অনুষ্ঠানে উপাচার্যের সাথে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এন এস এস বিভাগের নোডাল অফিসার অধ্যাপক দেবদুলাল বন্দ্যোপাধ্যায়। ছাত্র এবং এনএসএস স্বেচ্ছাসেবকরা তাঁদের বিশেষ ভাবে স্বাগত জানায়। সিবিসি’র ফিল্ড পাবলিসিটি অফিসার সুদীপ্ত বিশ্বাস দুই বিশিষ্ট অতিথি এবং ভাগপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক বিশ্বেশ্বর চক্রবর্তী, কলেজের এন এস এস এর প্রোগ্রাম অফিসার অধ্যাপক নৌসের রোয়া সেখ কে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রকাশনা বিভাগের বই ও স্মারক দিয়ে সংবর্ধনা প্রদান করেন।পরে ভাইস চ্যান্সেলর অধ্যাপক সুশান্ত কুমার চক্রবর্তী এবং অন্যান্যরা স্বাধীনতা সংগ্রাম এবং ভারতীয় স্বাধীনতার সংগ্রামের বীর সেনানীদের উপর নির্মিত এবং একটি চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। এই প্রদর্শনীর শিরোনাম ছিল “আজাদী কা অমৃত মহোৎসব”। এছাড়াও ৯ বছরের গরীব কল্যাণ ও সুশানের উপর একটি চিত্র প্রদর্শনীর এদিনের অনুষ্ঠানে প্রদর্শিত হয়।

    এদিন সকালে সিবিসি মেদিনীপুরের ফিল্ড পাবলিসিটি সহকারী আধিকারিক অর্পণ সাহা একটি র‌্যালির উদ্বোধন ও আনুষ্ঠানিক কিক অফের মাধ্যমে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের সূচনা করেন। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে

    খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন উপাচার্য অধ্যাপক সুশান্ত কুমার চক্রবর্তী।

    ফুটবল খেলায় গোয়ালতোড় কলেজ,ঝাড়গ্রাম রাজ কলেজ, লালগড় কলেজ, শালবনি কলেজ এবং এনএসএস এর দত্তক গ্রাম শঙ্খখুল্যার দল অংশ নেয়। ফুটবল টুর্নামেন্টে ঝাড়গ্রাম রাজ কলেজ চ্যাম্পিয়ান হয় এবং গোয়ালতোড় কলেজ রানার্স আপ হয়।

    তৃতীয় দিনের অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন রামকৃষ্ণ মিশন লালগড়-এর স্বামী দেববরানন্দজী মহারাজ। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে বর্ণময় সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। পাশাপাশি পোস্টার প্রতিযোগিতা, তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা এবং আন্তঃকলেজ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজে প্রথম স্থান দখল করে মেদিনীপুর সিটি কলেজ। দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করে যথাক্রমে গোয়ালতোড় কলেজ ও লালগড় কলেজ। কুইজ পরিচালনা করেন কুইজ মাস্টার অরিন্দম দাস ও শান্তনু ঘোষ। বিভিন্ন প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে তিন দিনের অনুষ্ঠানের সমাপ্তি হয়। বিতরণের মধ্য দিয়ে শেষ হয়। সিবিসি মেদিনীপুরের ফিল্ড পাবলিসিটি অফিসার সুদীপ্ত বিশ্বাস অনুষ্ঠানটিকে সাফল্য মন্ডিত করে তোলার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।