|
---|
নতুন গতি নিউজ ডেস্ক। WhatsApp, Instagram এই দুই সোশ্যাল প্ল্যাটফর্মেরই নাম বদল হচ্ছে। এটির মুলে সোশ্যাল মিডিয়া জায়ান্ট Facebook। ২০১২ সালে WhatsApp এবং ২০১৪ সালে বাজারে Instagram কে নিয়ে আসে Facebook। আর তারপর থেকেই যত দিন বেড়েছে, মানুষের সর্বক্ষণের সঙ্গী হয়ে উঠেছে এই দুই প্ল্যাটফর্ম। আর এবার এই দুই প্ল্যাটফর্মের নাম বদলে, নামের সঙ্গে Facebook নামটাও জুড়ে দিতে চাইছে এই সোশ্যাল মিডিয়া জায়ান্ট।
খুব শীঘ্রই Instagram এর নাম বদলে হতে চলেছে, ‘Instagram from Facebook’ এবং ‘WhatsApp from Facebook’। Google এবং Google App Store -এ এবার থেকে এই নামেই ডাউনলোড করা যাবে এই দুই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে।