কোথায় “নেতাজি” ?

কোথায় “নেতাজি” ?

    নতুন গতি প্রতিবেদক : ৭৪ তম স্বাধীনতা দিবসে দেশনায়ক সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানাতে এবার এগিয়ে এল আশাবাদী নেটিজেনরা। #WhereIsNetaji লেখার মধ্যে দিয়ে গোটা দেশের কাছে তাঁরা এই বার্তা পৌঁছে দিতে চান তাঁরা আজও ভোলেননি তাঁদের প্রিয় নেতা “নেতাজি”কে । কেন এখনো কেন্দ্র সরকার নেতাজি অন্তর্ধান নিয়ে নিরুত্তর তাও জানতে চান তাঁরা। সে কারণেই ১৫ই আগস্টের দিনটিকে বেছে নিয়েছেন তাঁরা। নানা সোশ্যাল মাধ্যমে তাঁরা লিখে দিচ্ছেন BOSE। সে ফেসবুক হোক বা টুইটার বা ইনস্টাগ্রাম অথবা YOUTUBE। সর্বত্রই তাঁরা চাইছেন এই ট্রেন্ড ছড়িয়ে দিতে। ফেসবুক ওয়ালে ,কমেন্টে লিখে দিচ্ছেন প্রিয় নেতাজির নাম। তাঁরা মনে করেন সোশ্যাল মিডিয়ায় যদি বিনোদ ট্রেন্ড হতে পারে তাহলে “বোস” নয় কেন? এমনকি স্বাধীনতা দিবসের দিন ঠিক দুপুর ১২টায় #WhereIsNetaji লিখে দেশনায়ককে সম্মান জানাতে চাইছেন তাঁরা।

    তাঁদের বিশ্বাস এভাবেই গোটা দেশের কাছে পৌঁছে দেওয়া যাবে ওই মহান মানুষটির বিরুদ্ধে হওয়া অন্যায়ের প্রতিবাদ। এটাকে তাঁরা একটা প্রতীকী প্রতিবাদ হিসেবেই দেখছেন। একযোগে ওই সময় সর্বত্র #WhereIsNetaji লিখে ট্রেন্ড তৈরিতে উদ্যোগী তাঁরা। গোটা দেশের নতুন প্রজন্মের কাছেই তাঁদের আহ্বান নেতাজিকে পড়ুন ও নেতাজিকে জানুন। সামিল হোন এই নতুন ট্রেন্ডকে সফল করতে। নেতাজিকে সম্মান জানানো ও তাঁর সত্য উদঘাটনে সরকার প্রচেস্ট হোক এটাই আবেদন তাঁদের।