|
---|
নতুন গতি, মেদিনীপুর: সোমবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের পূন্য জন্মভূমি বীরসিংহ গ্রামে, বিদ্যাসাগর মহাশয়ের জন্মের ২০০ বছর পূর্তিকে স্মরণে রেখে শালবনী নিচু মঞ্জুরি বালিকা বিদ্যালয়ের উদ্যোগে,ছত্রছায়া গ্রুপের সহযোগিতায় ১০০ জন মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হলো ।
এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বাসবী ভাওয়াল সহ অন্যান্য শিক্ষিকা বৃন্দ এবং ছত্রছায়ায় গ্রুপের সদস্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় দুইজন সমাজসেবী সুব্রত ঘোষ ও প্রশান্ত রায়। এছাড়াও বিশেষ কাজ থাকার জন্য আসতে না পারার কারণে কর্মসূচির সাফল্য কামনা করে শুভেচ্ছা বার্তা পাঠান ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস ও বীরসিংহ গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের বি এম ও এইচ অভিষেক মিদ্যা।