পাচারের আগেই প্রায় তিন কোটি টাকার ব্রাউন সুগার-সহ গ্রেফতার মণিপুরের এক পাচারকারী-সহ ২ জন

নিজস্ব সংবাদদাতা : সড়কপথে মণিপুর থেকে সোজা বাংলায় ঢুকছিল ব্রাউন সুগার। পাচারের ছক ভেসতে দিল মালদহ জেলা পুলিশ।পাচারের আগেই প্রায় তিন কোটি টাকার ব্রাউন সুগার-সহ গ্রেফতার মণিপুরের এক পাচারকারী-সহ ২ জন। বৈষ্ণবনগর থানার পুলিশ জাতীয় সড়কে বিশেষ নাকা চেকিং চালিয়ে মাদক সমেত দুই পাচারকারীকে গ্রেফতার করে। তাদের হেফাজত থেকে উদ্ধার প্রায় দশ কেজি ব্রাউন সুগার। ধৃতদের রবিবার মালদহ জেলা আদালতে পেশ করে পুলিশ।গোপন সূত্রে খবর পেয়ে, শনিবার গভীর রাতে মালদহের বৈষ্ণবনগর থানার পুলিশ হানা দেয় ১২ নম্বর জাতীয় সড়কের পিটিএস মোড় এলাকায়। নাকা চেকিং শুরু করে পুলিশ। সেই সময় সন্দেহজনক একটি চার চাকার গাড়ি আটক করে পুলিশ। গাড়ির মধ্যে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ব্রাউন সুগার। ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ২ জন হল প্রদীপ জেভিয়ার তির্কি(৪১) বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর ও শ্যামিল লুনমিনলুন কাঙ্গাসী( ২৯) বাড়ি মনিপুরের চোরাচাঁদপুর জেলায়। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ১০ কেজি ব্রাউন সুগার, যেগুলির চোরা বাজারে আনুমানিক মূল্য প্রায় তিন কোটি টাকা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ব্রাউন সুগারগুলি মণিপুর থেকে নদিয়া নিয়ে যাচ্ছিল পাচারকারীরা। সেখান থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে পাচার করার ছক কষেছিল।