ঐতিহ্যপূর্ণ শক্তিগড় উৎসবের প্রস্তুতি ঘিরে উন্মাদনা।

লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : ২০২৪ সালের ২১ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ১৬তম শক্তিগড় উৎসব। বর্ধমান শহরের উপকণ্ঠে শক্তিগড় যুব গোষ্ঠীর পরিচালনায় এই উৎসব এলাকায় ব্যাপক সাড়া ফেলে। শক্তিগড় উৎসব কমিটির সম্পাদক শেখ কামরুল হাসান ও সভাপতি শেখ রতন জানান, শক্তিগড়ের প্রাণের উৎসবকে ঘিরে ব্যাপক উন্মাদনার সঞ্চার হয়েছে। উৎসব শুরু হবে আগামী ২১ জানুয়ারি চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। পূর্ব বর্ধমান জেলার এই শক্তিগড় উৎসব ১৬ বছর ধরে মানুষের নজর কেড়েছে। এই উৎসবকে ঘিরে ফুটবল প্রতিযোগিতা, রক্তদান শিবির ও বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজ শুরু হয়েছে। উৎসবে থাকছে বসে আঁকো প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, সৃজনশীল নৃত্য প্রতিযোগিতা আরও অন্যান্য বিভাগ। উৎসবে স্থানীয় শিল্পীদের পাশাপাশি কলকাতা ও টালিগঞ্জের শিল্পীদের অনুষ্ঠান থাকছে। উৎসবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র ছাত্রীদের পুরস্কার বিতরণী করা হবে। এছাড়াও দুস্থ ব্যক্তিদের শীতবস্ত্র বিতরণ করা হবে। শক্তিগড় উৎসবকে বাস্তবিক রূপ দিতে যে সমস্ত সদস্যরা অক্লান্ত পরিশ্রম করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য শেখ সাবির,শেখ কবির,শেখ সুরোজ,শেখ জার্জিস,শেখ বাপি,শেখ আশিষ,শেখ বাবাই,শেখ তপু,শেখ গফ্ফার,শেখ জালাল,শেখ মোতি,শেখ খোকন, শেখ বাপ্পা মল্লিক প্রমুখ।