আগামী সাহিত্য পত্রিকার তেইশতম সংখ্যা প্রকাশ ও সাহিত্য সভা

বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:- বিদ্যানগরে জেলা গ্ৰন্থাগার সভাগৃহে “আগামী সাহিত্য” পত্রিকার তেইশতম সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ ও বার্ষিক কবি-সাহিত্যিক মিলনোৎসব সম্পন্ন হলো । দক্ষিণ চব্বিশ পরগণা জেলার বিষ্ণুপুর থানার দেউল বেড়িয়া থেকে নিশিকান্ত সামন্ত দীর্ঘ ২৩ বছর ধরে এই পত্রিকা সম্পাদনা করে আসছেন। এবারের সংখ্যায় এক গুচ্ছ কবিতার সঙ্গে আঞ্চলিক ইতিহাস তথা জেলার প্রত্নতত্ব, স্বাধীনতা আন্দোলন প্রভৃতি বিষয়ে কয়েকটি লেখা মুদ্রিত হয়েছে। নিশিকান্ত সামন্ত-র স্বাগত ভাষণের পর সংখ্যাটি প্রকাশ করেন অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রদ্যোৎ মণ্ডল, প্রবীণ সাংবাদিক সাজাহান সিরাজ, প্রত্ন গবেষক দেবীশঙ্কর মিদ্যা, গৌতম মণ্ডল, চিত্তরঞ্জন দাস, সুব্রত সুন্দর জানা প্রমুখ। স্বরচিত কবিতা পাঠ করেন মনোরমা পোল্যে, ভীম ঘোষ, মানস চক্রবর্তী, রতন নস্কর, অরবিন্দ দাস, পিন্টু পোহান, স্বপন মান্না প্রমুখ। প্রত্ন গবেষণা ও আঞ্চলিক ইতিহাস লেখার বিষয়ে মনোজ্ঞ আলোচনা করেন দেবীশঙ্কর মিদ্যা। দক্ষিণ চব্বিশ পরগণা জেলার স্বাধীনতা সংগ্রামীদের কিছু অকথিত ইতিহাস তুলে ধরেন তপনকান্তি মণ্ডল। চিত্তরঞ্জন দাস, গৌতম মণ্ডল, ডাঃ তরুণ রায়, নীলরতন মণ্ডল সহ আরো অনেকে নানা বিষয়ে আলোচনা করেন। সমগ্ৰ অনুষ্ঠান সঞ্চালনা করেন শৈলেন মাইতি।