|
---|
বাবলু হাসান লস্কর, কুলতলি, দক্ষিণ চব্বিশ পরগনা : মানব পাচার ও বাল্যবিবাহ রোধে স্বেচ্ছাসেবী সংগঠন কৈখালি সমাধান সমিতি ও সংলাপ এর ব্যবস্থাপনায় কুলতলী বিডিও মিটিং হলে ২৯শে নভেম্বর মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হলো নারী ও শিশু পাচার বিরোধী সচেতনতা শিবির যেখানে উপস্থিত ছিলেন কুলতলী পঞ্চায়েত সমিতির সভাপতি রুপা সরদার, বিডিও বীরেন্দ্র অধিকারী, জয়েন্ট ব্লক উন্নয়ন আধিকারিক সৌরভ দাস গুপ্ত, প্রতিক চৌধুরী ডিরেক্টর বাপু মুর্শিদাবাদ সম্পাদক মুর্শিদাবাদ, কুলতলি আই সির প্রতিনিধি SI সপ্তর্ষি মন্ডল, সংলাপের সম্পাদক তপতী ভৌমিক, কৈখালি সমাধান সমিতির কর্ণধার শক্তি পদ মণ্ডল, প্রবীর মিশ্র, বিশিষ্ট সমাজ সেবক অর্জুন বায়েন, আই সি ডিএস কর্মী, আশা কর্মী, ব্লক লেভেল চাইল্ড প্রটেকসন মেম্বার সহ স্বেচ্ছাসেবী সংগঠনের একাধিক কর্মকর্তারা।
বিশেষ করে চাকরির টোপ দিয়ে সুন্দরবন এলাকার কিশোর কিশোরীদের নিয়ে ভিন রাজ্যে পাঁচার সহ তাদেরকে নিয়ে দেহ ব্যবসা সহ একাধিক পেশায় যুক্ত করা হচ্ছে আর তার হাত থেকে এই সমস্ত কিশোর কিশোরীদের বাঁচানোর জন্য এমনই উদ্যোগ গ্রহণ করেছেন কৈখালী সমাধান সমিতি।