প্যালেস্টাইনের পতাকা ব্যাটে লাগিয়ে খেলতে নেমে বড় শাস্তি পেলেন আজম খান

নিউজ ডেস্ক: প্যালেস্টাইনের পতাকা ব্যাটে লাগিয়ে খেলতে নেমে বড় শাস্তি পেলেন পাকিস্তানের এক ক্রিকেটার। তাঁর নাম আজম খান। তিনি আবার পাকিস্তানের প্রাক্তন উইকেট কিপার মইন খানের ছেলে। করাচিতে অনুষ্ঠিত ন্যাশনাল টি-টোয়েন্টি টুর্নামেন্টের ম্যাচে প্যালেস্টাইনের প্রতি সমর্থন দেখানোয় আজম খানের ম্যাচ ফি-র পঞ্চাশ শতাংশ কেটে নেওয়া হয়েছে।

    করাচি হোয়াইটসের খেলোয়াড় আজম এর আগেও দুটো ম্যাচে প্যালেস্টাইনের পতাকা ব্যাটে লাগিয়ে খেলতে নেমেছিলেন। কিন্তু সেই সময়ে তাঁকে কেউ জরিমানা করেননি। তাঁর শাস্তিও হয়নি। কিন্তু  এবার কড়া শাস্তি হল তাঁর। আইসিসি-র নিয়ম অনুয়ায়ী, ক্রিকেটীয় কোনও সরঞ্জামে বা জামাকাপড়ে রাজনৈতিক কোনও বার্তা দেওয়া যাবে না। ঘরোয়া ক্রিকেটেও আইসিসি-র সেই নিয়ম প্রযোজ্য। আজম খান সেই নিয়মই মানেননি ন্যাশনাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে। সেই কারণেই পিসিবি তাঁকে জরিমানা করেছে।

    এর আগে বিশ্বকাপ চলাকালীন পাকিস্তানের তারকা ক্রিকেটার মহম্মদ রিজওয়ান প্যালেস্টাইনের সমর্থনে টুইট করে চর্চায় এসেছিলেন। আহমেদাবাদে অনুষ্ঠিত ফাইনাল চলাকালীনও প্যালেস্টাইনের এক সমর্থক মাঠের ভিতরে ঢুকে পড়েছিলেন। তার পরনের টিশার্টে লেখা ছিল, “প্যালেস্টাইনের উপরে বোমা ফেলা বন্ধ হোক।”

    প্যালেস্টাইনের পতাকার মাস্ক ছিল সেই ব্যক্তির মুখে। মাঠে ঢুকে সোজা বিরাটের দিকে এগিয়ে গিয়েছিলেন সেই ব্যক্তি। বিরাটকে জড়িয়েও ধরেন তিনি। আচমকা ওই ব্যক্তিকে মাঠে ঢুকতে দেখে চমকে গিয়েছিলেন বিরাটও। বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছে। কিন্তু প্যালেস্টাইনের পাশে থেকে গিয়েছেন পাক ক্রিকেটাররা।