পরিযায়ী শ্রমিকদের আশা আকাঙ্ক্ষার নাম বাংলা সংস্কৃতি মঞ্চ

 

    নিজস্ব সংবাদদাতা- নেতা যখন ক্ষমতার চূড়ায় থেকেও মানুষের উদ্দেশ্যে এসি ঘর থেকে ভিডিও বার্তা দিয়ে দায়িত্ব শেষ বলে চুপ থেকে যায় । কিন্তু কিছু মানুষ আছে যারা মানুষের সাথে মানুষের পাশে দিনরাত কাজ করে সমাজকে নতুন ভাবে ঘুরে দাঁড়ানোর সাহস জোগায়। কাজ করার জন্য চাই মানসিকতা , ক্ষমতা নয় সেই কাজটি বহু বছর ধরে করে চলেছেন বাংলা সংস্কৃতি মঞ্চের সভাপতি অধ্যাপক সামিরুল ইসলাম ও বাংলা সংস্কৃতি মঞ্চ। করোনা আতঙ্ক কাজে লাগিয়ে যখন কিছু অসাধু মানুষ হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক নিয়ে কালোবাজারিতে উঠে পড়ে লেগেছিল ঠিক তখনই নিজের উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক তৈরি করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হাজার হাজার মানুষের হাতে তুলে দিয়েছে সম্পূর্ণ বিনামূল্যে ।দেশে লকডাউন শুরু হওয়ার পরেই প্রান্তিক মানুষ গুলোর কাছে ছুটে যাচ্ছেন।খাদ্য সঙ্কট থেকে শুরু করে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছেন। বাংলার যে পরিযায়ী শ্রমিক ভাইয়েরা ভিন রাজ্যে আটকে পড়ে আছে উনার নেতৃত্বেই বাংলা সংস্কৃতি মঞ্চ দিন রাত জেগে ডাটা তৈরি থেকে শুরু করে সেই পরিযায়ী শ্রমিক ভাই গুলোর কাছে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন সেই রাজ্যের আমলাদের দ্বারা ।

    সাথে যে সমস্ত শ্রমিক বাইরে আটকে আছে তাদের পরিবারের পাশে দাঁড়াতে বিভিন্ন জেলায় খাবার পৌঁছে দিচ্ছে বাংলা সংস্কৃতি মঞ্চের সদস্যরা। বাংলা সংস্কৃতি মঞ্চের রাজ্য সভাপতি অধ্যাপক সামিরুল ইসলাম বলেন এই সংকটময় পরিস্থিতিতে আমাদের কর্তব্য একে অপরের পাশে দাঁড়ানো। আপনারাও এগিয়ে আসুন আপনার আশেপাশের মানুষদের পাশে দাঁড়ান। আমরা আমাদের সাধ্যমত কাজ করে চলেছি। আপনারা অযথা ঝুঁকি নিয়ে বাইরে কোথাও যাবেন না, ভরসা রাখুন এই লড়াই আমরা অবশ্যই জিতব।