|
---|
মোঃ নাওয়াজ শরীফ,কালিয়াচক,নতুন গতি :
সম্প্রতি আজ প্রতি বছরের ন্যায় এবারও “শিশু ক্রীড়া উৎসব” পালিত হলো কালিয়াচক উত্তর চক্রের অন্তর্গত বামনগ্রাম মসিমপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দশটি প্রাথমিক বিদ্যালয় এর ছাত্র ছাত্রীদের নিয়ে। খেলাটি অনুষ্ঠিত হয় মসিমপুর অ্যাথলেটিক ক্লাব এন্ড লাইব্রেরী মাঠে।
আজকের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াচক উত্তর চক্রের স্কুল ইন্সপেক্টর শ্রী মানস চৌবে মহাশয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামন গ্রাম মসিমপুর গ্রাম পঞ্চায়েতের ইএ শ্রী তন্ময়ী মণ্ডল মহাশয়, মোহাম্মদ সেলিম মহাশয় । উপস্থিত ছিলেন প্রধান ও উপপ্রধান আরো উপস্থিত ছিলেন প্রত্যেক স্কুলের প্রাক্তন শিক্ষক শিক্ষিকা। খেলা পরিচালনা করার জন্য উপস্থিত ছিলেন শহীদুর রহমান সহকারী শিক্ষক শুকদেবপুর হাই স্কুল।