বর্ধমানে প্রামানিকদের ঠাকুরদালানে কবিতা সন্ধ্যার ৪৬৫ তম সাহিত্য সভা

রোদ্দুর ইসলাম : মেমারি: ২৯ অক্টোবর, পূর্ব বর্ধমান জেলার কবিতার অন্যতম পীঠস্থান বর্ধমান শহরের কবিতা সন্ধ্যার মাসিক সাহিত্য সভার ৪৬৫ তম সাহিত্য সভাটি অনুষ্ঠিত হল বর্ধমান শহরের খাজা আনোয়ার বেড় অঞ্চলে প্রামানিকদের ঠাকুরবাড়ির দালানে। প্রতিষ্ঠাতা বনবিহারী প্রামানিকের চতুর্থ উত্তরপুরুষ বর্তমান কর্ণধার চৈত্র কুমার প্রামানিকের ঐকান্তিক আগ্ৰহ এবং আতিথেয়তায় এবারের কবিতা সন্ধ্যার কবিতা পাঠের সাহিত্য সভায় প্রায় পঁয়ত্রিশ জন কবি ও সাহিত্য এবং সংস্কৃতি প্রেমী ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। আহ্বায়ক চৈত্র কুমার প্রামানিক সহ মঞ্চাসীন ব্যক্তিত্ব হলেন কবিতা সন্ধ্যার সভাপতি শ্যামল বারুরী, সম্পাদক কুশল দে এবং ডঃ রমলা মুখার্জী। সুব্রত মজুমদার, বিশ্বজিৎ ভট্টাচার্য্য,মানস দত্ত প্রমুখের সঞ্চালনায় দীপেন্দ্রনাথ শীল, লক্ষণ দাস ঠাকুরা,ডাঃ সেখ সাবের আলি, সুবীর রায়, চিরঞ্জীব ঘোষ, তাপস ভূষণ সেনগুপ্ত, অশোক কুমার বর্মন,সেখ জাহাঙ্গীর, সুফি রফিক উল ইসলাম, রাম আশিস মুখার্জী,ক্ষেত্রনাথ দে,কানাই লাল বিশ্বাস, বর্ণালী কুন্ডু,অন্তরা দাঁ, সায়ন্তী হাজরা,ইতু প্রামানিক,সব্যসাচী বক্সী, সুভাষ বসু,সুদীপ বাগ, সৌম্য বন্দ্যোপাধ্যায় প্রমুখ এই মহতী অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে শ্যামল বারুরী ও কুশল দে সভাপতি ও সম্পাদক দুজনেই কবিতা বিষয়ক বিশেষ আলোচনা করেন। সর্বোপরি শ্যামল বারুরীর নোবেল পুরস্কার বিজয়ী কবি ও কবিতার উৎপত্তি প্রসঙ্গে মহিলা কবিদের নিয়ে আলোচনা বিশেষ ব্যাপ্তি এনে দেয়।