বর্ধমান শহরে ৮ জন হাফেজ কারী কে সম্মানিত পাগড়ি প্রদান অনুষ্ঠান।

মনোয়ার হোসেন,বর্ধমান : ২৫ শে ফেব্রুয়ারি ২০২৪ রবিবার বর্ধমান শহরের উপকণ্ঠে উল্লাস উপনগরীতে “মাদ্রাসা হোসেনিয়া ইসলামিয়া আরাবিয়া” বাম , এক বিরাট দশটার বন্দী দোয়ার মজলিস অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মাদ্রাসার আট জন সুযোগ্য হাফেজ ক্বারী কে সম্মানীয় প্রাকৃতিক প্রদান করা হয়, এবং তাদের হাতে বিভিন্ন ধরনের পুরস্কার ও পোষাক প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠান শুরু হয় বাদ মাগরিব। সমগ্র অনুষ্ঠানটি সরকারি বিধি মেনে “মাদানী মসজিদ”এর আভ্যন্তরে অনুষ্ঠিত হয়।মাগরিবের নামাজের ইমামতি করেন কোকিল কণ্ঠী প্রখ্যাত হাফেজ কারী বদরুদ্দোজা সাহেব এবং দেড় হাজার মানুষের সমাগমে এশার নামাজ ইমামতি করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারী শামসুদ্দিন সাহেব।

    উক্ত অনুষ্ঠানে উজ্জ্বল উপস্থিতি ও বক্তব্য রাখেন আব্দুল গফফার কাসেমী, শহীদুল্লাহ সাহেব, ডক্টর মিরাজ মন্ডল, মমতাজ সাহেব মাজহারী , আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারী শামসুদ্দিন সাহেব । এছাড়াও মাদ্রাসার সম্পাদক বিশিষ্ট সমাজসেবী জনাব হাসিব আলম, সভাপতি জনাব শেখ বদরুদ্দোজা ও বর্ধমান শহরের বিশিষ্ট সমাজসেবী সেখ মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। জনাব সেখ মনোয়ার হোসেন আরো জানালেন এই “মাদ্রাসা হোসেনিয়া ইসলামিয়া আরাবিয়া বাম” পেমরাহ গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ আসগরী খাতুন ও তার কন্যা আনোয়ারা খাতুন উক্ত মাদ্রাসা তৈরি জমি দান করেছিলেন। উক্ত জমিতে ১৯৮৩ খ্রিস্টাব্দে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম হযরত আসাদ মাদানী (রাজ্যসভার সংসদ) এই মাদ্রাসা উদ্বোধন করেছিলেন যা আজও নিরবিচ্ছিন্ন ভাবে দেশ ও জাতি গঠন করে চলেছে। সমগ্র অনুষ্ঠান সুচারুভাবে সুসম্পন্ন হওয়ার জন্য প্রধান শিক্ষক কারী নাসিম সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সবার কার্য শেষ করেছেন।