|
---|
সেখ সামসুদ্দিন, ২৬ আগস্টঃ মেমারির বিশিষ্ট সমাজসেবী প্রাক্তন বিধায়ক নবকুমার চ্যাটার্জীর স্মরণ সভা করা হয় মেমারি বামুনপাড়া মোড় উৎসব হলে। উনি ২০৭২ সাল থেকে ২০৭৭ সাল পর্যন্ত সিদ্ধার্থশঙ্কর রায়ের সরকারে বিধায়ক ছিলেন। বিধায়ক থাকাকালীন ৮৮৪ জনকে চাকরি দেওয়ার নজির গড়েছিলেন। তিনি গত ২২ আগস্ট ২০১৫ তারিখে ইহলোক ছেড়ে অমৃতলোকে যাত্রা করে। তার কর্মকাণ্ডকে সামনে রেখে তার প্রতি স্মৃতি ও শ্রদ্ধা জানাতে আজ এই স্বরণসভা আয়োজিত হয়। স্মরণ সভায় উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, প্রাক্তন বিধায়ক অধ্যাপক ডঃ আবুল হাশেম মন্ডল, মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, বিশিষ্ট সমাজসেবী অচিন্ত্য চ্যাটার্জী, মহঃ ইসমাইল, অরুণ সিংহরায় সহ দলমত নির্বিশেষে বিভিন্ন নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অরুণ সিংহ রায় এবং সঞ্চালনা করেন অবসরপ্রাপ্ত শিক্ষক দিলীপ দাস।