|
---|
শ্রীমন্ত মুখার্জি,নতুন গতি,বীরভূম:-বিশ্ব জুড়েCOVID-19সংক্রমনের কারণে প্রতিরোধের একমাত্র উপায় হিসেবে কেন্দ্র ও রাজ্য সরকার দেশে ও রাজ্য জুড়ে’লক-ডাউন’ ঘোষণা করেছেন এবং মহামারী আইন কার্যকর করেছেন।
এমত অবস্থায়
বীরভূমের ময়ূরেশ্বর-১ ব্লকের ডাবুক গ্রাম পঞ্চায়েতের মজুরহাটী গ্রামে, ডাবুক গ্রামের কয়েকজন রাজমিস্ত্রি কাজ করতে এলে লকডাউন চলছে বলে তাদের কাজ বন্ধ করার কথা বলায় তারা বাড়ি ফিরে যায়। পরের দিন মজুরহাটীর গ্রাম বাসিন্দারা রেশন আনতে ডাবুক গেলে ডাবুকের কিছু মানুষ রাস্তায় বাঁশ দিয়ে আটকে গালিগালাজ করে বলে লকডাউন চলছে মজুরহাটী গ্রামের কারোর গ্রামে ঢুকতে দেওয়া হবে না। তখন মজুরহাটীর গ্রামবাসীরা ফিরে এসে পঞ্চায়েত সদস্য পলাশ রজকের বাড়িতে বিক্ষোভ দেখায়। তাদের দাবি গ্রামে এসে রেশন দিতে হবে, কেউ আমরা ডাবুক রেশন তুলতে যাবনা।