ক্লাব সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাবলু হাসান লস্কর, জয়নগর, দক্ষিণ চব্বিশ পরগনা : দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত চালতাবেড়িয়া অঞ্চলের ব্যানার্জির চক মোজির মোড় সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। উপস্থিত ছিলেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার এছাড়াও জয়নগর থানার আইসি রাকেশ চ্যাটার্জী, বিশিষ্ট সমাজসেবী সাইফুদ্দিন লস্কর সহ ক্লাব সংগঠনের একাধিক সমাজ কর্মীরা। বিশেষ করে এই মুহূর্তে রক্তের সংকট মেটাতে ও থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে ৩৩ তম বছরের অনুষ্ঠান রক্তদান শিবির, বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ক্লাব সংগঠন শীতের শুরুতে এমন উদ্যোগ গ্রহণ করায় এলাকার মানুষ সাধুবাদ জানায়। শীতের প্রাক্কালে প্রতি বছরের ন্যায় এমনই অনুষ্ঠান করতে পারায় কর্মকর্তারা বেজায় খুশী।

    তাদের কথায়, আমরা সারা বছর ধরে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এমনই উদ্যোগ গ্রহণ করে থাকি এবং সর্বস্তরের মানুষ আমাদেরকে সহযোগিতা করেন বিশেষ করে বিধায়ক সহ আইসি তাদের কথায় এমনই সুর দেখা মিলল। ব্যানার্জীর চক গ্রামবাসী বৃন্দ পরিচালিত ৩৩ তম বার্ষিকী সম্প্রীতি অনুষ্ঠান রক্তদান শিবির বস্ত্র বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান গজল প্রতিযোগিতা ও গজল নাইট ১২ ও ১৩ নভেম্বর ২০২২ শনি ও রবিবার। ১২ ই নভেম্বর ২০২২ শনিবার সকাল ১০ ঘটিকায় বারুইপুর মহকুমা হসপিটাল এর সহযোগিতায় আসিফ ইকবাল ডাক্তার বাবুর নেতৃত্বে ব্যানার্জি বৃন্দের পরিচালনায় এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পূর্বের বিধায়ক শ্রীবিভাস সরদার যিনি ভবদা নামে পরিচিত এবং উপস্থিত ছিলেন জয়নগর থানার আইসি মাননীয় শ্রী রাকেশ চ্যাটার্জী মহাশয় এবং উপস্থিত ছিলেন বামুনগাছি গ্রাম পঞ্চায়েতের কর্ণধার সাইফুদ্দিন লস্কর এবং উপস্থিত ছিলেন চালতা বেড়িয়া অঞ্চলের প্রধান ও উপপ্রধান যথাক্রমে মাননীয় শ্রী চণ্ডীচরণ সর্দার ও জুলফিকার সরদার মহাশয় এবং চালতবেড়িয়া অঞ্চলের সভাপতি মাননীয় শ্রী গোপাল চন্দ্র সরদার মহাশয় এবং আরও অনেক নেতৃবৃন্দ এই রক্তদান শিবির টি সকলের উপস্থিতিতে স্বতঃস্ফূর্তভাবে সাফল্যমন্ডিত হয়। উক্ত রক্তদান শিবিরে ৬০ জনের অধিক মানুষ রক্ত দেন। যার বেশিরভাগটা ছিল মহিলা।