বেহালা ডায়মন্ড হারবার রোডের উপর ঠাকুরপুকুর বাজার এলাকায় রাস্তায় ধস

বাবলু হাসান লস্কর দক্ষিণ চব্বিশ পরগনা :  সকালে আচমকা ধস নামার ফলে বসে গেছে রাস্তা। তাতেই বিশালাকারের গর্ত তৈরি হয়েছে। ঘটনাস্থলে ঠাকুরপুকুর থানার পুলিশ ও কলকাতা পুরসভার কর্মীরা। প্রথমে সাদা বালি দিয়ে ধসে যাওয়া রাস্তা ভরাটের চেষ্টা করা হয়। বর্তমানে ঠাকুরপুকুর বাজারের কাছে বহু সময় ধরে ভূ-গর্ভস্থ পাইপ লাইনের কাজ চলেছে তারই ফলস্বরপ এমনি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এবং এই ভূ-গর্ভস্থ কাজের জেরেই ধস হয়েছে বলে মনে করছেন স্থানীয় মানুষজন।

    হঠাৎ ধস নামার ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। এই ধসের জন্য আশপাশের বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করা হচ্ছে । জলের পাইপলাইন ও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ঠাকুরপুকুর এবং সংলগ্ন এলাকার জলের পরিষেবা ব্যাহত হচ্ছে। শুধু তাই নয়, গোটা এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। অর্থাৎ জল ও বিদ্যুতের ঠিকমতো পরিষেবা না পাওয়ায় চরম সমস্যায় পড়ছে স্থানীয় বাসিন্দারা।

    সাধারণ মানুষের অভিযোগ দীর্ঘদিন ধরে এখানে কেইআইপির একটি নিকাশি প্রকল্পের কাজ চলছিল সেই কাজ সময়ে শেষ হয়নি এবং পরিকল্পনাহীন ভাবে কাজ হচ্ছিল, তাই এই পরিস্থিতি। স্থানীয় কাউন্সিলরও একই অভিযোগ করছেন।

    যে আকারের গর্ত তৈরি হয়েছে, তা ভরাট করতে রীতিমতো বেগ পেতে হচ্ছে । এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি সামাল দিতে স্থানীয় জন প্রতিনিধি এবং কেইআইপি-র প্রতিনিধিরা।