ফেসবুকে পোস্ট দেখে নৈহাটি থেকে কলকাতা পিজি হসপিটালে রক্ত দিতে দৌড়ালেন সৌম্যদীপ

ওসমান আলী ,নতুন গতি,পলাশী: কলকাতা পিজি হসপিটাল অপারেশনের জন্য একটা মহিলা কে যেকোনো ব্লাড গ্রুপের একটা ব্লাড ডোনার লাগবে বলে প্রয়োজন জানানো হয় আমাদের ইমারজেন্সি ব্লাড সার্ভিস গ্রুপে।


    আমাদের গ্রুপের প্রতিটি সদস্য চারিদিকে খোঁজ করতে শুরু করেন, আমাদের ইমারজেন্সি ব্লাড সার্ভিস গ্রুপের ব্যারাকপুরের Admin Arup Dada ফেসবুকে আমার ব্লাড এর পোস্ট দেখে উনি সেটাকে শেয়ার করেন তার মাধ্যমে উনার এক বন্ধু বললেন আমি ব্লাড দিতে চাই তিনি সেই কমেন্ট বক্সের মধ্যে নিজের নাম্বার টা দিয়ে দেন আর বলেন কল করতে যার নাম Soumodeep Da তিনি নৈহাটি থেকে কলকাতা পিজি হসপিটালে গিয়ে ব্লাড ডোনেট করে আছেন আজকে উনার এই আগ্রহ টা দেখে ব্লাড ডোনেট করেন প্রেজেন্ট পার্টি বাড়ির লোক সৌম্যদীপ দা কে অনেক ভালোবাসা ও আশীর্বাদ দেন !
    তাই আমি সৌম্যদীপ দাদা কে আমাদের ইমারজেন্সি ব্লাড সার্ভিস গ্রুপের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই !

    এইভাবে ব্লাড ডোনেট করে আপনারা অসহযোগী মানুষদের পাশে দাঁড়াবে এটাই আমার আবেদন রইল আপনাদের সকলের কাছে

    যদি ইমারজেন্সি ব্লাড সার্ভিস গ্রুপে বন্ধুত্ব হতে চান তাহলে নিচের লিংকে ক্লিক করে ইমারজেন্সি ব্লাড সার্ভিস গ্রুপে যুক্ত হয়ে যান!
    একটু একটু করে এগিয়ে আসুন

    ইমারজেন্সি ব্লাড সার্ভিস গ্রুপ আপনাদের সেবায় সব সময় প্রস্তুত আছেন।