|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান:
সামাজিক দায়বদ্ধতার পাঠ দিতে খুদে পড়ুয়াদের অনাথ আশ্রমে বোন ভোজনের আয়োজন করা হয় কালনার নাদনঘাট জাহান্নাগড় জি এস এফপি স্কুলের শিক্ষকরা।সব রকমের সাহায্যে এগিয়ে এলেন এলাকা বেশি ও অভিভাবকেরা। এই খানে কথা দিয়েও কেউ কথা রাখেন।
তাই রোজকের মতোই ছিল আজ সকালে। হঠাৎ ভাঙা পাকা রাস্তায় ধুলো উড়িয়ে কালনার নাদনঘাট দামোদর পাড়া সমাজ কল্যাণ হোমের দিকে এগিয়ে আসছিলো গাড়ি।তবে কোন আবাসিকের ভাগ্য খুললো তা নিয়ে আবাসিকদের মধ্যেই চলছিল আলোচনা সকাল থেকেই। ভুল ভাঙতে সময় খরচ হল না আবাসিকদের মধ্যে,কালনার নাদনঘাটের জাহান্নগর প্রাথমিক বিদ্যালয়ের আগমনেই মুখে হাসি ফুটলো। আবাসিকদের সাথে শুরুহলো বনভোজন ও ছবি আকার প্রতীকী প্রতিযোগিতা।সামাজিক ও মানবিকতার পাঠ পড়াতেই স্কুলের কচিকাঁচাদের এই অনাথ ও বৃদ্ধাশ্রমের আবাসিকদের সাথে পরিচয় ঘটানো হল।