ক্যান্সার আক্রান্ত রোগী, পুলিশ সুপার, পথচলিত মানুষদের পরিবেশবান্ধব রাখি পরানো হলো বর্ধমানে।

লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : পূর্ব বর্ধমানের অগ্রজ স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি এক্কেবারে তাদের হাতের অকৃত্রিম ভাবে তৈরি রাখি সমাজের সকল স্তরের মানুষের হাতে পড়ালেন। এই রাখি গুলি ডাব পাতা, গাঁদা ফুলের পাতা, সব্জি বীজ দিয়ে তৈরি করা হয়েছে। পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কামনাশিস সেন সহ অতিরিক্ত পুলিশ সুপার, বর্ধমান থানার পুলিশ কর্মী, পথচলিত মানুষ ও বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সারে আক্রান্ত রোগীদের পরিবেশবান্ধব ও শিশু বান্ধব রাখি পরালেন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য সদস্যসারা। বর্ধমান শহর জুড়েই এই সংস্থাটি রাখি বন্ধন উৎসব পালন করল। সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার বলেন, ব্যবহৃত পাখিগুলি শুকিয়ে গেলে মাটিতে ফেললেই বের হবে সবজি গাছ যা পরিবেশকে সবুজ ও সতেজ করবে এবং টাটকা সবজি ও পাওয়া যাবে। ৩০ আগস্ট বর্ধমান শহরের রাস্তায় নেমে সংস্থা সদস্য সদস্যরা ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেন ও দৈনিক সুষম খাদ্য গ্রহণের তালিকা দিয়ে সচেতনতার বার্তা দেন। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ জন ক্যান্সার আক্রান্ত রোগীদের পাঁচ রকমের টাটকা ফল ও প্রোটিন পাউডার প্রদান করে সংস্থাটি। সংস্থার পক্ষ থেকে সৌমি সাহা, দেবশ্রী পাল জানান এই রাখি গুলি সংস্থার সদস্য সদস্যরা নিজেরা হাতে করে তৈরি করেছেন। সংস্থার মিডিয়া অফিসার অঙ্কিতা সাম জানান, বর্ধমান শহরে জৈব বিয়োজক রাখির বহুল ব্যবহার এই সংস্থার হাত ধরে গত বছর থেকে শুরু হয়েছে। তিনি আরও জানান, রাখি গুল্লিতে কোন কেমিকাল, রং ব্যবহার করা হয়নি তাই এগুলি পরিবেশবান্ধব ও শিশু বান্ধব। সংস্কার পক্ষ থেকে উপস্থিত ছিলেন অয়ন মাঝি, স্নিগ্ধ দাস, অর্পিতা, প্রীতম ঘোষ, শ্রাবন্তী সাহা প্রমুখ।