|
---|
দেবজিৎ মুখার্জি: টাকার বদল প্রশ্ন বিতর্কে আরও চাপে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মহুয়ার বিরুদ্ধে তদন্ত শুরু করল সিবিআই। সূত্রের খবর, লোকপালের সুপারিশ মেনেই তৃণমূল সাংসদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সিবিআই সূত্রের খবর, মহুয়া মৈত্রর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন লোকপাল। তাঁর নির্দেশ মতোই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত শুরু করেছে। কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে মূল অভিযোগ, হীরানন্দানি গোষ্ঠীর কাছ থেকে টাকা নিয়ে আদানিদের বিরুদ্ধে সংসদে প্রশ্ন করেছেন তিনি। এছাড়াও তাঁর সংসদের ওয়েবসাইটের লগ ইন আইডি একাধিক ব্যক্তিকে দেওয়ার অভিযোগও রয়েছে। সবকটি অভিযোগই খতিয়ে দেখবে সিবিআই।