ঐন্দ্রিলার মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর, শোক বার্তা জানিয়েছেন শুভেন্দু অধিকারী

নিজস্ব সংবাদদাতা:  কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছিল একটি নাম ঐন্দ্রিলা শর্মা। হাসপাতালে বিছানায় শুয়ে সপ্তাহ তিনিক ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন তিনি। তবে শেষ রক্ষা হলো না, রবিবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সকল স্তব্ধ টলি পাড়া, মাত্র ২৪ বছর বয়সে চলে টেলিভিশন জগতের অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। কিছুদিন ধরে জানাতে ছিল তিনি খানিকটা সুস্থ হচ্ছেন, তবে গতকাল দশবার হৃদরোগে আক্রান্ত হন ঐন্দ্রিলা।

    সোশ্যাল মিডিয়া ঐন্দ্রিলা মিত্রিতে শোকবার্তা জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঐন্দ্রিলার পরিবার, পরিজন, অনুরাগীদের সমবেদনা জানান মুখ্যমন্ত্রী। অপরদিকে ঐন্দ্রিলার মৃত্যুতে শোক বার্তা জ্ঞাপন করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।