ঝাড়গ্রাম জেলা শাসকে বাইশ দফা দাবিতে কংগ্রেসের ডেপুটেশন।

ঝাড়গ্রাম, বাবু হক: প্রদেশ কংগ্রেসের ঘোষিত কর্মসূচীর অঙ্গ হিসেবে আজ ঝাড়গ্রাম জেলা কংগ্রেস নেতৃত্বের আয়োজনে ঝাড়গ্রাম জেলা শাসকের অফিসের অদুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল সহকারে আইন অমান্য কর্মসূচি পালন করা হয়।এ আই সি সি র সদস্য ও হাওড়া আমতার কংগ্রেস বিধায়ক অসিত বরণ মিত্র, কংগ্রেস  কর্মী প্রদীপ দাস, ঝাড়গ্রাম জেলা কংগ্রেসের সভাপতি সুব্রত ভট্টাচার্য্য, নিখিল মাইতি প্রমুখ বক্তব্য রাখেন ও আইন অমান‍্যে নেতৃত্ব দেন। বিধায়ক অসিত বরণ মিত্র তার বক্তব্যে বলেন আদিবাসী দের সার্বিক উন্নয়ন ও কল্যাণ কর্মে বৈষম্য করা চলবে না। আদিবাসী দের সাথে বিশাষ ঘাতকতা করা হচ্ছে। সংবিধানের পঞ্চম তপশীলের সমস্ত নিয়ম নীতি মেনে আদিবাসী দের সুযোগ সুবিধা দিতে হবে বলে জানান।বাইশ দফা দাবিতে আছে আদিবাসী সমবায় উন্নয়ন নিগমকে শাল বীজ সংগ্রহ করার ব্যবস্থা করতে হবে, ঝাড়গ্রাম শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ নিয়োগ করতে হবে, ঝাড়গ্রাম থেকে সেবায়তন সংযোগ কারী নতুন রাস্তা নির্মাণ করতে হবে, ঝাড়গ্রাম ব্লকের খালশিউলী যাতায়াতের জন্য পর্যাপ্ত বাসের ব‍্যাবস্হা করতে হবে, ঝাড়গ্রাম পৌরসভার নির্বাচন অবিলম্বে করতে হবে নচেৎ নির্বাচন না হওয়া পর্যন্ত সর্বদলীয় কমিটির মাধ্যমে ঝাড়গ্রাম পৌরসভা পরিচালনা করতে হবে, ঝাড়গ্রাম জেলায় হাতির আক্রমণে মৃত মানুষের পরিবারের সদস্যদের দুই লাখ টাকা ক্ষতি পূরণ দিতে হবে, হাতির উপদ্রব ,আক্রমণ ঠেকাতে প্রশিক্ষিত বাহীনি নিয়োগ করতে হবে, ঝাড়গ্রামের মাণিক পাড়ায়  বাস সহ বড়ো গাড়ি পারাপার ও লোধাশুলীর উত্তর ও দক্ষিণে যাতায়াত করতে হাইওয়ে তৈরীর দাবি রাখা হয়।