বাহারি আলোক সজ্জায় উপছে পড়া ভিড় জগদ্ধাত্রী পূজা মণ্ডপে

হাসান লস্কর, দক্ষিণ ২৪ পরগনা: বাঙ্গালির বারো মাসে তেরো পার্বণ,আর এই মুহূর্তে চলছে শারদীয়ার অন্তিম লগ্নে-শুরু হয়েছে শ্রীশ্রী জগধাত্রী মায়ের আবির্ভাব!

    জগদ্ধাত্রী পূজা। এই পূজা কেবলমাত্র হুগলি জেলার চন্দননগরের অধিকাংশ এলাকায় দেখা মিললেও এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সমূহ জেলায় জগদ্ধাত্রী পূজা দেখা মেলে। যেখানেই রংবাহারি আলোর রোশনায়-প্যান্ডেলে প্যান্ডেলে উপচে পড়া ভিড়ের সাথে ক্লাব সংগঠন গুলির প্রতিযোগিতা লেগেই আছে । বিশেষ করে চন্দননগরের আলোকসজ্জা দেখতে দেশ বিদেশের দর্শনার্থীরা আসেন বাংলার পূজা মণ্ডপে। দুর্গা লক্ষ্মী কালী কার্তিক ছট পূজার পরেই জগদ্ধাত্রী মায়ের পূজা । বাংলার দুর্গা পূজার কার্নিভাল হলেও পিছিয়ে নেই জগদ্ধাত্রী পূজা। আর চন্দননগরের জগদ্ধাত্রী পূজার কার্নিভাল করতে এই মুহূর্তে ক্লাব সংগঠনের কর্মকর্তাদের ব্যস্ততা তুঙ্গে