ডা:হা: বাউল ফকির অনুগামীরা সাধন দাস বৈরাগ্যের স্মরণে হুগলি নদীর পাড়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন

বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:মানুষ হও, সহজ হও’ এই বাণী আজীবন নিজের মধ্যে লালন করেছেন বাউল শিরোমণি সাধন দাস বৈরাগ্য। বাংলার লোকায়ত সহজিয়া মার্গের এই সাধক বাউল জগতের অন্যতম পদকর্তাও বটে। সারা বিশ্বজুড়েই তাঁর গানের ভক্ত ছড়িয়ে রয়েছে। সদ্য প্রয়াত হয়েছেন তিনি। এবার সাধন দাস বৈরাগ্যের স্মরণে হুগলি নদীর পাড়ে ছাতিম তলায় বিশেষ অনুষ্ঠানের আয়জন করেছিল ডায়মন্ড হারবার বাউল ফকির অনুরাগীবৃন্দ। প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি গানে গানে তাঁকে স্মরণ করেন জেলার তরুণ শিল্পীরা।

    চিরাচরিত বাউল ফকিরি গান ও সংস্কৃতি এবং সাধন দাস বৈরাগ্যের আদর্শকে বাঁচিয়ে রাখতে আগামী দিনে ডায়মন্ড হারবার জুড়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাউল অনুরাগীরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি চন্দন মিত্র,ডা: হিমাদ্রি পাল,যাদব দাস বাউল, প্রীতম,ঝিলিক, প্রসেনজিৎ, সুমিত,সমীর সহ শহরের একঝাঁক লোকশিল্পী ও বিশিষ্টজনেরা।