|
---|
মহঃ সফিউল আলম, নতুনগতি, বীরভূম : বোলপুর থানার অন্তর্গত ইন্দিরাপল্লীতে একটি নির্মিয়মান আবাসন থেকে এক নিরাপত্তা রক্ষীর ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য দেখা দেয় এলাকায়৷ মৃতের নাম কাবলু কাহার৷ তাঁর বয়স ৪৫ বছর৷ বাড়ি বোলপুরের ভূবন ডাঙা এলাকায়৷ মৃত্যুর সঠিক কারণ নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে৷ খবর পেয়ে বুধবার স্থানীয় থানার পুলিশ মৃত দেহটি উদ্ধার করে৷ সম্ভাব্য সবদিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে৷ স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ওই নির্মিয়মান আবাসনে নিরাপত্তা রক্ষীর কাজে যুক্ত ছিলেন৷ কিন্তু কেন এমন ঘটনা ঘটলো তা বুঝে উঠতে পারছেন না কেউ৷ তাঁর স্ত্রী ডলি কাহার সাংবাদিকদের জানান, অন্যান্য দিনের মতো গতকাল রাতে তিনি ছেলেকে নিয়ে উপর থেকে নীচে নেমে এসে আবাসনের একটি রুমে ঘুমোতে যান৷ সকালে তিনি তাঁর স্বামীর ঝুলন্ত দেহটি লক্ষ্য করেন৷ কিভাবে বা কি কারণে এটা ঘটলো কিছুই বুঝে উঠতে পারছেন না তিনি৷ সম্প্রতি তাঁর স্বামীর সঙ্গে কারও কোনো ঝামেলা বা তর্ক বিতর্কও হয়নি৷ কোনো দেনা বা লোনের চাপও তাঁর মাথার উপরে ছিলনা৷ অপ্রত্যাশিত এই ঘটনায় পরিবারে নেমে আসে শোকের ছায়া৷ এটি একটি আত্মহত্যার ঘটনা না অন্যকিছু সে বিষয়ে তদন্ত করা হচ্ছে৷ পুরো বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে বোলপুর থানার পুলিশ৷ অনেকের ধারণা, সঠিক তদন্ত হলে শীঘ্র মৃত্যু রহস্য উদ্ঘাটিত হতে পারে৷ পুলিশি ও ময়না তদন্তে শেষ পর্যন্ত ঠিক কি উঠে আসে সেটাই এখন দেখার৷