মুর্শিদাবাদের ডোমকল মহকুমার সাহিত্যের আঙিনায় উল্কাবৃষ্টি

নিজস্ব সংবাদদাতা, ডোমকল: ডোমকলের সাংস্কৃতিক পরিমন্ডলের উন্নয়নে সাহিত্যমনস্ক হবারও আহ্বান জানাল উল্কাবৃষ্টি পত্রিকার সম্পাদক এম এ ওহাব। রবিবার সকালে ডোমকল বিডিও অফিসের কনফারেন্স হলে ছিল পত্রিকা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান। সেই মঞ্চ সাড়ম্বরের সাথে প্রকাশিত হল সাহিত্য পত্রিকা ‘উল্কাবৃষ্টি’। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি এম সদর আলী।

    লিটিল ম্যাগাজিনের জন্য উল্কাবৃষ্টি পত্রিকার পক্ষ থেকে “আজিজুল ইসলাম স্মৃতি সন্মান ২০১৯” পেলেন ‘আবার এসেছি ফিরে’ পত্রিকার সম্পাদক এবাদুল হক। এবং একই সঙ্গে প্রকাশিত হয় আঠারো জন কবির কবিতায় সমৃদ্ধ কাব্য সংকলন “ভাবনারা ছায়াপথে হাঁটে”। উল্কাবৃষ্টি পত্রিকার পক্ষ থেকে তাঁদেরও সম্মানিত করা হয়।
    এদিন পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ‘আবার এসেছি ফিরে’ পত্রিকার সম্পাদক এবাদুল হক, নিনি পত্রিকার সম্পাদক ও কবি নিখিল কুমার সরকার, কবি এম সদর আলী, গল্পকার এম নাজিম, বিশিষ্ট প্রাবন্ধিক বাইজিদ হোসেন,মাসুদ আলম,রেজাউল করিম, এস হজরত আলী, কালাম শেখ,তানবির কাজি,রাশিদুল বিশ্বাস প্রমুখরা।