দেওয়ালের নাম মুছে, করোনার বার্তা বিধায়কের, দিলেন অক্সিজেন কনসেনট্রেটারও

নতুন গতি প্রতিবেদক : শুক্রবার রায়দিঘী বিধানসভায় করোনা নিয়ে সাধারণ মানুষজনের সচেতনতায় পথে নামলেন রায়দিঘীর বিধায়ক অলক জলদাতা। সকালে মথুরাপুরের দেবীপুরে নিজে হাতে ভোটের সময় লেখা নিজের নাম মুছে, সেখানে করোনা সচেতনতায় বিভিন্ন বার্তা লেখেন তিনি। এছাড়াও রায়দিঘী বিধানসভার প্রত‍্যেকটি অঞ্চলের নেতৃত্বের এই কাজ করতে নির্দেশ দেন তিনি।

    বিকালে রায়দিঘী গ্রামীণ হসপিটালে নতুন অক্সিজেন কনসেনট্রেটার এর উদ্বোধন করেন তিনি। মোট দুটি অক্সিজেন কনসেনট্রেটার এর উদ্বোধন করেন তিনি। মেশিনগুলি জাপান থেকে আনা হয়েছে। এই স্বয়ংক্রিয় মেশিনে অক্সিজেন তৈরী হলে অনেকটাই অক্সিজেন সংকট কমবে বলে মনে করা হচ্ছে। এই অক্সিজেন কনসেনট্রেটার গুলি দেওয়া হয়েছে মুক্তি নামক স্বেচ্ছাসেবী সংগঠন।

    উল্লেখ্য রায়দিঘী গ্রামীণ হসপিটালের উপর নদীমাতৃক পাথরপ্রতিমা ও রায়দিঘী বিধানসভার লক্ষ‍্যাধিক মানুষ নির্ভরশীল। এই অক্সিজেন কনসেনট্রেটার পেয়ে খুশি এলাকার মানুষজন।